‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২১ ডিসেম্বর ২০২৩

২:৪০:৪০ PM
1422260

৭২ ঘণ্টায় ইসরাইলের ২৫ সেনা নিহত; গাড়ি ধ্বংস ৪১টি

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা জানিয়েছেন, গত ৭২ ঘণ্টায় হামাস যোদ্ধারা ২৫ জন ইসরাইলি সেনাকে হত্যা ও ৪১টি সামরিক যান ধ্বংস করেছে।

তিনি বলেন, “আমরা দুটি টানেল ও একটি বাড়িতে বিস্ফোরক পেতে রেখেছিলাম। শত্রু সেনারা সেসব স্থানে ঢোকামাত্র বিস্ফোরণ ঘটিয়ে তাদের হত্যা করেছি।”

নিহত ২৫ সেনার মধ্যে ৭ জন মারা গেছে অনেকটা মুখোমুখি সংঘর্ষের সময়। এছাড়া, একটি ভবনে অবস্থান করা সেনাদের লক্ষ্য করে হামলা চালালে সেখানে পাঁচজন নিহত হয়। এর পাশাপাশি একটি সেনাবেশে হামাস যোদ্ধারা মর্টার শেল নিক্ষেপ করলে চার সেনা মারা যায়।

এদিকে, ইহুদিবাদী ইসরাইলি সেনারা আজ ভোরেই গাজা উপত্যকায় তাদের আরো তিন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। এ নিয়ে ইসরাইল এ পর্যন্ত তদের ১৩৭ জন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করল। টাইমস অব ইসরাইল জানিয়েছে, নিহত তিন সেনার মধ্যে দুইজন লেফটেন্যান্ট রয়েছেন। এসব সেনা নিহত হওয়ার পাশাপাশি অন্তত আট সেনা আহত হয়েছে। এর মধ্যে তিন জন কর্মকর্তা পর্যায়ের সেনা। 

গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় আগ্রাসন শুরুর পর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় দফায় দফায় বিপর্যয়ের মুখে পড়েছে ইসরাইল। কিন্তু যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন- লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইসরাইল যুদ্ধ বন্ধ করবে না।# 

342/