‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২২ ডিসেম্বর ২০২৩

৬:১৯:৫৪ PM
1422496

ইসরাইলি গণহত্যায় সহযোগিতার জন্য আমেরিকা আন্তর্জাতিকভাবে দায়ী

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের বর্ণবাদী সেনারা যে বর্বর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করছে তার জন্য আন্তর্জাতিকভাবে আমেরিকা দায়ী।

গতকাল (বৃহস্পতিবার) ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বাদ্‌র আল-বুসাইদীর সঙ্গে টেলিফোন আলাপে একথা বলেন আমির আব্দুল্লাহিয়ান। টেলিফোনে দুই মন্ত্রী অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলি সেনাদের বর্বর আগ্রাসন এবং সেখানকার মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এ সময় আমির আব্দুল্লাহিয়ান বলেন, ওমান সরকারের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে ইরানের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং সম্প্রতি প্রেসিডেন্ট রায়িসি ও ওমানের সুলতান বিন হাইসাম তারিকের মধ্যে যে চুক্তি হয়েছে তা সঠিকভাবে বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে।

গত মে মাসে সুলতান হাইসাম তেহরান সফর করেন। সে সময় ইরান এবং ওমানের মধ্যে অর্থনীতি, বিনিয়োগ এবং জ্বালানি খাতে অন্তত চারটি চুক্তি সই হয়।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যকার ভ্রাতৃত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, গাজা উপত্যকায় দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি প্রয়োজন এবং সেখানে অবধারিতভাবে মানবিক সহায়তা পাঠানো জরুরি।

এদিকে, গতকাল শেষ বেলায় ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি মহাসচিবকে টেলিফোন করেন আমির আব্দু্ল্লাহিয়ান। তিনি বলেন, গাজায় ইসরাইলের হামলা বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ওআইসির পক্ষ থেকে উদ্বুদ্ধ করা প্রয়োজন। এসময় ওআইসি মহাসচিব হোসেইন ব্রাহিম তাহা ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা দুজনই বলেন, গাজায় দখলদার ইসরাইল যে আগ্রাসন ও অপরাধযজ্ঞ চালাচ্ছে তা যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার সুস্পষ্ট উদাহরণ।#

342/