‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৩ ডিসেম্বর ২০২৩

২:৫৫:০৪ PM
1422834

‘গাজা আগ্রাসন বন্ধ না হলে ইসরাইলবিরোধী অভিযান জোরদার করা হবে’

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত ন্যাশনাল স্যালভেশন সরকারের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল-আতিফি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও সর্বাত্মক অবরোধের অবসান না ঘটায় তাহলে ইয়েমেনি সেনাবাহিনী তাদের হামলা আরো জোরদার করবে।

গতকাল (শুক্রবার) রাতে তিনি বলেন, "বিদেশী সামরিক বাহিনী এবং তাদের আঞ্চলিক ভাড়াটেদের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো আমাদের সামনে অনেক কাজ এনে দিয়েছে যার মধ্যে সবচেয়ে গুরুতর বিষয় হলো সতর্কতা এবং নজরদারির চর্চা।"

হুথি আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল-হুথির নেতৃত্বাধীন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রতি জনগণের ব্যাপক সমর্থনের কথা উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী আতিফি বলেন, তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক সব ক্ষেত্রেই একটি নতুন সমীকরণ তৈরি করেছে।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরাইলের লাগাতার আগ্রাসনের বিরুদ্ধে যথাযথ অবস্থান গ্রহণ করতে ব্যর্থ হওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনাও করেন তিনি। ইয়েমেনি প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, এই ধরনের অবস্থানের জন্য কৌশলগত সিদ্ধান্তের প্রয়োজন।#


342/