‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৪ ডিসেম্বর ২০২৩

৩:৩৯:৩৬ PM
1423217

এবার আরব সাগরের ভারত উপকূলে ইসরাইলি মালিকানাধীন জাহাজে হামলা

ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরে ইহুদিবাদী ইসরাইলের মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা হয়েছে বলে খবর দিয়েছে ব্রিটিশ নৌ নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান অ্যাম্ব্রে। এটি গতকাল (শনিবার) বলেছে, হামলায় লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটিতে আগুন ধরে যায়।

হামলার সময় এমভি চেম প্লুটো নামক জাহাজটি রাসায়নিক দ্রব্য বহন করছিল বলে জানায় অ্যাম্ব্রে।  ভারতের গুজরাট রাজ্যের ভেরাভাল শহর থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ওই ড্রোন হামলা হয় জানিয়ে ব্রিটিশ প্রতিষ্ঠানটি বলেছে, এ ঘটনায় জাহাজের ক্রুদের কোনো ক্ষতি হয়নি।

অ্যাম্ব্রে বলেছে, হামলায় জাহাজটির অবকাঠামোর কিছু ক্ষতি হয়েছে। ইসরাইলি মালিকানাধীন জাহাজটি হামলার সময় সৌদি আরব থেকে পণ্য বহন করে ভারতে যাচ্ছিল। এদিকে ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, শনিবার সকালে তার বাহিনী ওই জাহাজের পক্ষ থেকে জানানো সাহায্যের আবেদনে সাড়া দিয়েছে।  জাহাজের ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং জাহাজটিকে সহযোগিতা দিতে একটি নৌজাহাজ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

কোনো কোনো রিপোর্টে বলা হয়েছে, সৌদি আরব থেকে তেল বহন করে জাহাজটি ভারতের ম্যাঙ্গালোর বন্দরে যাচ্ছিল। একজন ইসরাইলি ব্যবসায়ীর মালিকানাধীন জাহাজটিতে অন্তত ২০ জন ভারতীয় ক্রু ছিল। ওই ইসরাইলি ব্যবসায়ী ভারতীয় কয়েকটি তেল কোম্পানির সঙ্গে কাজ করেন।

তবে এখন পর্যন্ত ইসরাইলি মালিকানাধীন জাহাজটিতে হামলা চালানোর দায়িত্ব কেউ স্বীকার করেনি। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন সমর্থিত দেশটির সশস্ত্র বাহিনী গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ইসরাইলের যেকোনো ধরনের ক্ষতি করা হবে বলে ঘোষণা দিয়েছে। বিশেষ করে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালানোর সুস্পষ্ট ঘোষণা দিয়ে রেখেছে ইয়েমেনের সেনাবাহিনী।#

342/