‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৪ ডিসেম্বর ২০২৩

৩:৪৫:০৭ PM
1423225

স্থল অভিযান বন্ধ করবে ইসরাইল; জোর দেবে বিমান হামলার ওপর

ইহুদিবাদী ইসরাইলের দখলদার সামরিক বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান বন্ধ করার পরিকল্পনা নিয়েছে বলে জানা গেছে। তারা নতুন করে তৃতীয় ধাপের আগ্রাসন শুরু করবে এবং এর আওতায় বিমান হামলা অব্যাহত রাখবে। গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাঈল গাজার ওপর বর্বর আগ্রাসন, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ চালিয়ে আসছে।

অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ইসরাইলের সরকারি সম্প্রচার সংস্থা জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে গাজায় তৃতীয় ধাপের যুদ্ধ শুরুর জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা। নতুন এই ধাপে গাজায় স্থল অভিযান বন্ধ করা হবে, সেখানে সেনা সদস্য কমানো হবে এবং রিজার্ভ সেনাদেরকে ফিরিয়ে আনা হবে। এর পরিবর্তে বিমান হামলা চলবে এবং গাজা ও ইসরাইল অধিকৃত ভূখণ্ডের মধ্যবর্তী স্থানে বাফারজোন প্রতিষ্ঠার চেষ্টা করবে।

ইসরাইলের সরকারি সম্প্রচার সংস্থার খবরে দাবি করা হয়েছে, ইসরাইলি বাহিনী উত্তর গাজার বেশিরভাগ অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ নিয়েছে তবে দক্ষিণ দিকে এগিয়ে যাবার ক্ষেত্রে ইসরাইলি সেনারা কঠিন পরিস্থিতির মুখে পড়েছে।

গাজা উপত্যকায় ইসরাইলের কথিত দুর্ধর্ষ গোলানি ব্রিগেড নাস্তানাবুদ হওয়ার পর এই ব্রিগেডকে ইসরাইল প্রত্যাহার করে নিয়েছে। এরপর গাজায় স্থল অভিযান অবসানের পরিকল্পনার কথা জানা গেল।

এদিকে, ওয়াশিংটন পোস্ট জানিয়েছে যে, ইসরাইলি বাহিনী গাজায় "মারাত্মক" এবং "বাস্তব" ফাঁদের সম্মুখীন হয়েছে। ইসরাইলি সেনাদের ফাঁদে ফেলার জন্য প্রতিরোধ যোদ্ধারা লাউড স্পিকার ব্যবহার করছে, যা মানুষের কান্নাকাটি বা হিব্রু ভাষায় কথা বলার শব্দ সম্প্রচার করছে।#

342/