‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

২৫ ডিসেম্বর ২০২৩

২:২৮:১২ PM
1423553

ইংরেজি নতুন বর্ষে গাজায় ইসরাইলি পাশবিকতা থামবে বলে আশাবাদ

অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন ও পাশবিকতা ইংরেজি নতুন বর্ষে থেমে যাবে বলে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আশা প্রকাশ করেছেন। তিনি খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে রোববার এই সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের কাছে পাঠানো এক বার্তায় এ আশা প্রকাশ করেন।

বার্তায় তিনি বলেন, আন্তর্জাতিক সমাজ ও বিশ্বের সমস্ত বিশ্বাসী মানুষের সর্বাত্মক প্রচেষ্টার ফলে নতুন বছরে গাজাবাসীর ওপর নির্বিচার গণহত্যা বন্ধ হবে বলে তিনি আশা করছেন।  ইরানের প্রেসিডেন্ট বলেন, ইংরেজি নববর্ষ শুরু হওয়ার আগে ইহুদিবাদী সেনাদের গাজা আগ্রাসন বিশ্বের জন্য প্রধান চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক সংস্থাগুলোর নিষ্ক্রিয়তার কারণে গাজায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। রায়িসি বলেন, এই রক্তপাতের অন্যতম প্রধান কারণ, ইসরাইলের প্রতি আমেরিকাসহ সুনির্দিষ্ট কিছু ইউরোপীয় দেশের অকুণ্ঠ সমর্থন।

গাজা উপত্যকার ওপর গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি বাহিনীর নির্মম গণহত্যায় এ পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। উপত্যকার অর্ধেকের বেশি বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে এবং ২৩ লাখ অধিবাসীর মধ্যে ১৯ লাখই সহায় সম্বল হারিয়ে পথে বসেছে।

পোপকে লেখা বার্তায় ইরানের প্রেসিডেন্ট হযরত ঈসা (আ.)এর জন্মদিন- বড়দিন উপলক্ষে বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।#

342/