‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২৬ ডিসেম্বর ২০২৩

৫:৩০:৫৯ PM
1423979

‘রুশ অস্ত্রের প্রযুক্তি চুরির চেষ্টা করছে পশ্চিমা গুপ্তচরেরা’

রাশিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী ডেনিস মান্তুরভ বলেছেন, তার দেশের অত্যাধুনিক অস্ত্রের প্রযুক্তি হাতিয়ে নেয়ার জন্য পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিভিন্ন শিল্প-কারখানায় গুপ্তচরবৃত্তি চালাচ্ছে। এজন্য তারা রাশিয়ার শিল্প বিশেষজ্ঞদের টার্গেট করেছে। রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে মান্তুরভ এসব কথা বলেছেন।

তিনি বলেন, “অবন্ধুসুলভ দেশগুলো এই গুপ্তচরবৃত্তি চালাচ্ছে। এটি সব সময় ছিল, আজকে ঘটছে এবং আগামীতেও তাই হবে। তবে এই মুহূর্তে এই গুপ্তচরবৃত্তির মাত্রাটা অনেক বেশি বেড়েছে। তারা রাশিয়ার অস্ত্রের নানা তথ্য এবং এর কার্যকর প্রযুক্তি হাতিয়ে নেয়ার চেষ্টা করছে। এর পাশাপাশি রুশ বিশেষজ্ঞদেরও তারা টার্গেট করেছে যেসব বিশেষজ্ঞ রাশিয়ার অত্যন্ত মূল্যবান সম্পদ।”

রুশ মন্ত্রী বলেন, এটা শুধু এখন আর গোয়েন্দাবৃত্তির পর্যায়ে নেই; অবন্ধুসুলভ দেশগুলো রাশিয়ার প্রতিরক্ষা কোম্পানির শীর্ষ পর্যায়ের ম্যানেজারদেরকেও টার্গেট করছে।

রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি গত সপ্তাহে জানিয়েছে, দেশের মধ্যাঞ্চলের একটি প্রতিরক্ষা শিল্প কোম্পানির ম্যানেজারকে ইউক্রেনের একটি সন্ত্রাসী সংস্থার যোগসাজশে রাশিয়ার এক নাগরিক হত্যার চেষ্টা করে কিন্তু এই হত্যা প্রচেষ্টা প্রতিহত করেছে রাশিয়ার গোয়েন্দারা।#


342/