‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২৭ ডিসেম্বর ২০২৩

৫:২২:০১ PM
1424243

হামাসের বীর যোদ্ধাদের হামলায় ইসরাইলের আরো ৩ সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের বীর যোদ্ধাদের হামলায় দখলদার ইসরাইলের আরো ৩ সেনা নিহত হয়েছে। এ নিয়ে গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে ইসরাইলের স্বীকারোক্তি মতে মোট ১৬৪ জন সেনা নিহত হলো।

গতকাল (মঙ্গলবার) গাজা উপত্যকার মধ্য ও উত্তরাঞ্চলের আল-বুরেইজ এলাকায় হামাস যোদ্ধাদের সাথে দখলদার সেনাদের প্রচণ্ড লড়াই হয় এবং সেখানে এই তিন সেনা নিহত হয়। এরমধ্যে দুইজন ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তা রয়েছে।

এসব সেনা নিহত হওয়ার পাশাপাশি ইসরাইলের আরো বেশ কয়েকজন সেনা মারাত্মকভাবে আহত হয়েছে। ইসরাইল যখন বলছে গাজা উপত্যকায় তাদের স্থল অভিযানের মাত্রা বেড়েছে, ঠিক তখন এই সব সেনা নিহত হওয়ার খবর এলো।

গাজা উপত্যকায় স্থল অভিযানে ইসরাইলের ১৬৪ জন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করলেও হামাস বলছে নিহত দখলদার সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি। গতকাল এক প্রকাশ্য বিবৃতিতে হামাসের শীর্ষ পর্যায়ের নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, তাদের যোদ্ধাদের হামলায় এ পর্যন্ত ইসরাইলের ১৬০০ সেনা নিহত এবং তিন হাজারের বেশি মারাত্মকভাবে আহত হয়েছে। আহত সেনাদের প্রায় অর্ধেক চির দিনের জন্য পঙ্গু হয়ে গেছে বলে তিনি জানান।#

342/