‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২৮ ডিসেম্বর ২০২৩

২:৫৩:৪৯ PM
1424526

মেজর ও ক্যাপ্টেনসহ পটল তুলেছে ইসরাইলের আরো তিন সেনা

অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের আরো তিন সেনা নিহত হয়েছে। এর মধ্যে একজন মেজর এবং একজন ক্যাপ্টেন রয়েছে।

এই তিন সেনার মৃত্যুর মধ্য দিয়ে দখলদার ইসরাইলের স্বীকারোক্তি অনুযায়ী এ পর্যন্ত গাজায় স্থল অভিযানে ১৬৭ জন সেনা নিহত হলো। তবে হামাস বলছে, ইসরাইলের নিহত সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি।

এই তিন সেনার মধ্যে মেজর ও ক্যাপ্টেন পদমর্যাদার দুই সেনা নিহত হয়েছে গাজার মধ্যাঞ্চলে। তাদের সাথে আরও একজন সেনা কর্মকর্তা ও দুই সিপাহী মারাত্মকভাবে আহত হয়েছে।

এদিকে, দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের উত্তরাঞ্চলে গতকাল (বুধবার) ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। টাইমস অফ ইসরাইল জানিয়েছে, হিজবুল্লাহর রকেট হামলায় ইসরাইলের উত্তরাঞ্চল কেঁপে ওঠে। পত্রিকাটি দাবি করেছে, হামলায় কেউ হতাহত না হলেও বহু ঘরবাড়ি মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছে। টাইমস অব ইসরাইল বলছে, ওই এলাকা থেকে আগেই অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা চলে গেছে। ফলে এলাকাটি ফাঁকা ছিল।

হিজবুল্লাহ ৩৪টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তবে তার মধ্যে আয়রন ডোম ব্যবহার করে কয়েকটি ভূপাতিত করা হয়। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, দখলদার ইসরাইলি সেনাদের একটি নৌ ঘাঁটি লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। লক্ষ্যণীয় বিষয় হচ্ছে, ইসরাইলের তথ্য অনুযায়ী আয়রন ডোম বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারেনি।#

342/