‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২৮ ডিসেম্বর ২০২৩

২:৫৬:০৬ PM
1424533

আমরা ইসরাইলের বিরুদ্ধে কঠোরতম ও নির্দয়তম আঘাত হানব: ইয়েমেন

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের সমর্থিত সরকার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার ওপর আগ্রাসন অব্যাহত রাখলে ইয়েমেনের পক্ষ থেকে তেল আবিব ভয়ঙ্কর প্রতিক্রিয়ার সম্মুখীন হবে। ইয়েমেনের জাতীয় ঐক্যমত্যের সরকারের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মাদ আল-আতিফি গতকাল (বুধবার) এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, “শত্রুরা যদি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের অপরাধযজ্ঞ অব্যাহত রাখে কিংবা তারা যদি ইয়েমেনের নিরাপত্তা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করতে চায় তাহলে আমরা কঠোরতম ও নির্দয়তম আঘাত হানতে প্রস্তুত রয়েছি।”

জেনারেল আতিফি ইয়েমেনের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের এক যৌথ বৈঠকে বক্তব্য দিচ্ছিলেন। তিনি আরো বলেন, “ইয়েমেনের সামনে বহু কৌশলগত অপশন রয়েছে এবং প্রয়োজন মনে করলে আমরা তার সবগুলো ব্যবহার করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করব না।”

জেনারেল আতিফি বলেন, ইয়েমেনের সবগুলো নিরাপত্তা বাহিনী উচ্চ মাত্রার সতর্ক অবস্থায় রয়েছে এবং সশস্ত্র বাহিনীর সঙ্গে সহযোগিতা ও সমন্বয়নের ভিত্তিতে তাদের দায়িত্ব পালন করতে প্রস্তুত রয়েছে।

ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তার দেশ ধর্মীয় ও নৈতিক অবস্থান থেকে গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং এই অবস্থান সকল আন্তর্জাতিক ও মানবিক আইনে সিদ্ধ।

বৈঠক থেকে ইয়েমেনের বিরুদ্ধে নৌ-জোট গঠনের বিরুদ্ধে আমেরিকাকেও সতর্ক করে দেয়া হয়েছে। ইয়েমেনের সামরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বৈঠক শেষে কে বিবৃতিতে বলেন, “আমরা সাগরের সামরিকীকরণের বিরুদ্ধে এবং ইসরাইলের অনুকূলে আন্তর্জাতিক নৌচলাচলে বিঘ্ন সৃষ্টির বিষয়ে সতর্ক করে দিচ্ছি।”

গাজায় ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলা চালিয়ে আসছে। এছাড়া, হুথি যোদ্ধারা ঘোষণা করেছে- ইসরাইল অভিমুখী যেকোন দেশের জাহাজ আটক করবে ইয়েমেনের সামরিক বাহিনী। এই ঘোষণার পর আমেরিকা লোহিত সাগরে একটি টাস্ক ফোর্স গঠন করেছে।

ওই টাস্ক ফোর্স প্রত্যাখান করে ইয়েমেন বলেছে, দেশটির স্বার্থে কোনো ধরনের আঘাত আসলে সরাসরি মার্কিন রণতরীতে হামলা করা হবে। এরইমধ্যে আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইয়েমেনের ২০ হাজার নাগরিক তাদের নাম তালিকাভুক্ত করেছেন। #

342/