‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২৯ ডিসেম্বর ২০২৩

৫:৩৪:৪৬ PM
1424772

হামাসের প্রতিরোধ ক্ষমতাকে সম্মান জানাই: অবসরপ্রাপ্ত ইসরাইলি জেনারেল

ইহুদিবাদী ইসরাইলের একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বলেছেন, হামাস যোদ্ধারা গাজা যুদ্ধে তাদের যেকোনো নিহত কমান্ডারের শূন্যতা তাৎক্ষণিকভাবে পূরণ করতে পারছে। এখান থেকে প্রমাণিত হয়, হামাস তাদের যোদ্ধাদেরকে সমানভাবে সক্ষম ও নিবেদিতপ্রাণ করে গড়ে তুলতে পেরেছে।

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি নিবন্ধে মেজর জেনারেল গ্লোরা এইল্যান্ড এ মন্তব্য করে বলেছেন, তিনি হামাসের এই সক্ষমতাকে সম্মান করেন। তিনি বলেন, “পেশাগত দৃষ্টিকোণ থেকে আমাকে তাদের প্রতিরোধ সক্ষমতাকে সম্মান জানাতেই হবে। আমি হামাসের সামরিক সক্ষমতার কোনো ঘাটতি দেখছি না। এমনকি গাজাকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে তাদের যে রাজনৈতিক শক্তি রয়েছে তারও কোনো দুর্বলতা চোখে পড়ছে না।”

নিউ ইয়র্ক টাইমসে ইসরাইলের সাবেক একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তারও মন্তব্য ছাপা হয়েছে। মাইকেল মাইলশটাইন নামক ওই কর্মকর্তা বলেছেন, ‘হামাস ভেঙে পড়ার উপক্রম হয়েছে’ বলে কোনো কোনো ইসরাইলি কর্মকর্তা বড় গলায় ঘোষণা করে যাচ্ছেন। এ ধরনের কথাবার্তার ফলে ইসরাইলি নেতৃত্ব গাজা অভিযানের ব্যাপারে ভুল আকাঙ্ক্ষা করবে এবং ভুল সিদ্ধান্ত নেবে।

মাইলশটাইন বলেন, “তারা বহুদিন ধরে বলে আসছেন হামাস ধসে পড়ছে। কিন্তু এই কথাটি মোটেও সত্য নয়। প্রতিদিন আমাদেরকে কঠিন যুদ্ধের মুখোমুখি হতে হচ্ছে।”

নিউ ইয়র্ক টাইমস মার্কিন সমরবিদদের উদ্ধৃতি দিয়ে আরো লিখেছে, চলমান গাজা যুদ্ধে ইসরাইল সেরা যে ফলাফলটি আশা করতে পারে তা হচ্ছে, হামাসকে সামরিক দিক দিয়ে দুর্বল করা; ধ্বংস করা নয়। আর সে ফলাফল অর্জন করার জন্য যে মূল্যটি পরিশোধ করতে হচ্ছে তা অনেক বেশি। 

এর আগে গত নভেম্বরে মার্কিন সেনা কর্মকর্তা জেনারেল চার্লস কিউ. ব্রাউন বলেছিলেন, হামাসকে ধ্বংস করা সহজ কাজ হবে না। আর গত ২৬ ডিসেম্বর সাবেক ইসরাইলি সেনাপ্রধান জেনারেল ড্যান হালুতজ বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইল পরাজিত হয়েছে। তিনি ইসরাইলের ভবিষ্যত অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করেন।#