‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২৯ ডিসেম্বর ২০২৩

৫:৩৬:৩৫ PM
1424776

সামরিক হুমকি ব্যর্থ হওয়ায় ইয়েমেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল আমেরিকা

ইয়েমেনের বিরুদ্ধে সামরিক হুমকি কাজে লাগাতে না পেরে এবার নিষেধাজ্ঞার হাতিয়ার ব্যবহার করেছে আমেরিকা। মার্কিন সরকার ইয়েমেনের এমন কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যারা দেশটির অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখছেন বলে ওয়াশিংটন দাবি করেছে।

ইহুদিবাদী ইসরাইলকে গাজায় গণহত্যা চালাতে বাধা দেয়ার লক্ষ্যে ইয়েমেন গত দু’মাসেরও বেশি সময় ধরে ইসরাইলি মালিকানাধীন অথবা ইসরাইলগামী বাণিজ্যিক জাহাজে হামলা করে যাচ্ছে। ইসরাইলি অপরাধযজ্ঞের প্রধান দোসর আমেরিকা বিষয়টি মেনে নিতে পারছে না।

মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ইয়েমেনের কারেন্সি এক্সচেঞ্জার্স অ্যাসোসিয়েশনের প্রধান এবং ইয়েমেন ও তুরস্কের তিনটি এক্সচেঞ্জ হাউজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নিষেধাজ্ঞাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ইয়েমেনের হুথি সমর্থিত সরকার ও হুথি আনসারুল্লাহ আন্দোলনকে আর্থিক যোগান দিয়ে থাকে।

সাধারণত, মার্কিন অর্থ বিভাগের এ ধরনের নিষেধাজ্ঞায় পড়ে যাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের আমেরিকায় কোনো অর্থ থাকলে তা বাজেয়াপ্ত করা হয় এবং তাদের সঙ্গে আর্থিক লেনদেন করতে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে নিষেধ করে দেয়া হয়।

মার্কিন অর্থ বিভাগের আন্ডার সেক্রেটারি ব্রায়ান ই. নেলসন অভিযোগ করেছেন, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন আন্তর্জাতিক জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি করে আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন করছে। তিনি হুমকি দিয়ে বলেন, এ ধরনের অস্থিতিশীলতা সৃষ্টিকারী তৎপরতাকে আর্থিক সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আমেরিকা ও তার মিত্ররা ব্যবস্থা নেয়া অব্যাহত রাখবে।

হুথি যোদ্ধাদেরকে ইসরাইলগামী জাহাজে হামলা চালানো থেকে বিরত রাখার জন্য লোহিত সাগরে একটি টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছিল আমেরিকা। কিন্তু তাতে তেমন কোনো দেশ সাড়া না দেয়ায় নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটল ওয়াশিংটন।#

342/