‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৩০ ডিসেম্বর ২০২৩

৪:২৪:৪৩ PM
1425111

৭ অক্টোবর হামাসের অভিযান নিয়ে ফরাসি পত্রিকার দাবি নাকচ করলো হিজবুল্লাহ

ফ্রান্সের একটি পত্রিকা ৭ অক্টোবরের অপারেশন আল-আকসা তুফান নিয়ে যে খবর প্রকাশ করেছে তা সরাসরি নাকচ করে দিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনের মিডিয়া ব্যুরো এক বিবৃতিতে গতকাল (শুক্রবার) শেষ বেলায় ফরাসি পত্রিকা লা ফিগারোর দাবিকে সম্পূর্ণভাবে ‘কাল্পনিক’ এবং ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেয়।

২৬ ডিসেম্বর ফরাসি পত্রিকাটি বলেছে, “সাত অক্টোবর অভিযান চালানোর আগে গাজার হামাস বিষয়টি হিজবুল্লার নেতাদেরকে জানায়নি। অভিযান শুরুর আধা ঘন্টা আগে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার টেলিফোনে বিষয়টি লেবাননে অবস্থান করা হামাসের আরেক শীর্ষ পর্যায়ের নেতা সালেহ আল-আরুরিকে জানান। ইয়াহিয়া সিনওয়ারের এই বার্তাটি তখন আরুরি হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে জানান। পরের দিন থেকে হিজবুল্লাহ অনেকটা অনিচ্ছা নিয়ে ইসরাইলের উত্তর সীমান্তে সীমিত পরিসরে হামলা চালাচ্ছে।”

ফরাসি পত্রিকার এই খবরকে হিজবুল্লাহ ‘প্রতিরোধকামীদের মধ্যে নিরঙ্কুশ আস্থায় ফাটল ধরানোর চক্রান্ত’ বলে উল্লেখ করেছে। মিডিয়া ব্যুরোর বিবৃতিতে বলা হয়েছে, দখলদার ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রকাশ্যে এবং বাস্তবিক অর্থে লড়াই করার জন্য হিজবুল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ। তবে হামাসের ৭ অক্টেবারের অভিযান নিয়ে সম্পূর্ণভাবে তারাই পরিকল্পনা করেছে এবং এটি তারাই বাস্তবায়ন করেছে।#

342/