‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৩০ ডিসেম্বর ২০২৩

৪:২৬:৩১ PM
1425112

'লোহিত সাগরে শত্রুদের যেকোনো হামলা মোকাবেলার প্রস্তুতি আছে হিজবুল্লাহর'

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের সদস্য শেখ নাবিল কাউক বলেছেন, লোহিত সাগরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যেকোনো আগ্রাসন মোকাবেলার প্রস্তুতি রয়েছে।

তিনি আজ (শনিবার) আরও বলেন, বেসামরিক মানুষের ওপর যেকোনো হামলার তড়িৎ ও দাঁতভাঙা জবাব দেওয়া হবে। তিনি বলেন, বেসামরিক মানুষ হিজবুল্লাহর রেড লাইন, এ ক্ষেত্রে কোনো ধরণের ছাড় দেওয়া হবে না। 

নাবিল কাউক বলেন, প্রতিরোধ সংগ্রামীরা সিরিয়া, ইরাক, গাজা ও ইয়েমেনে মার্কিন ও ইসরাইলি শক্তিকে পরাজিত করতে সক্ষম হয়েছে। ইয়েমেনের প্রতিরোধ সংগ্রামীরা লোহিত সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যর্থ করে দিয়েছে।

হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের সদস্য বলেন, হিজবুল্লাহর ওপর আঞ্চলিক ও আন্তর্জাতিক চাপ ইহুদিবাদীদের রক্ষায় কোনো ভূমিকা রাখতে পারবে না।

তিনি ফরাসি পত্রিকা লা ফিগারো'র এক প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেন, ইসরাইলে আল-আকসা অভিযান চালানোর কয়েক ঘণ্টা আগে হামাসের পক্ষ থেকে হিজবুল্লাহকে এই অভিযান সম্পর্কে অবহিত করার খবর ডাহা মিথ্যাচার।# 

342/