‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৩১ ডিসেম্বর ২০২৩

৩:৫৭:০৪ PM
1425423

বিশ্বের অন্য দেশগুলিকে দক্ষিণ আফ্রিকার দৃষ্টান্ত অনুসরণের আহ্বান

অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘গণহত্যার অপরাধে’ ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকা যে মামলা দায়ের করেছে তার ভূয়সী প্রশংসা করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। গাজায় প্রায় তিন মাস ধরে অব্যাহতভাবে চালানো ধ্বংসযজ্ঞ ও বোমা হামলায় ২১ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর শুক্রবার ওই মামলা করে দক্ষিণ আফ্রিকা।

হামাসের টেলিগ্রাম চ্যানেলে এ সম্পর্কে এক বিবৃতিতে বলা হয়েছে, “আইসিজে’তে দক্ষিণ আফ্রিকার মামলা ইহুদিবাদী নেতাদের শাস্তি দেয়ার প্রচেষ্টায় একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। ইহুদিবাদী নেতারা বর্তমান যুগের সেরা দাগী অপরাধী যারা আধুনিক যুগের সবচেয়ে জঘন্য হত্যাকাণ্ড চালিয়েছে।”

হামাসের বিবৃতিতে আরো বলা হয়েছে, “আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইহুদিবাদী নাৎসী সরকারের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশ্বের অন্যান্য দেশের কাছে আবেদন জানাচ্ছি। কারণ, ইসরাইল সরকার আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করেছে। ইহুদিবাদী নেতারা গাজা উপত্যকার নিরস্ত্র বেসামরিক নাগরিক বিশেষ করে নারী ও শিশুদের বিরুদ্ধে যে নৃশংস পাশবিকতা চালিয়েছে তার অবশ্যই বিচার হওয়া উচিত।”

 শুক্রবার আইসিজে’তে করা মামলার আবেদনে গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে ‘গণহত্যামূলক’ উল্লেখ করেছে দক্ষিণ আফ্রিকা। দেশটি বলেছে, ইসরাইল উদ্দেশ্যমূলকভাবে ফিলিস্তিনি নাগরিকদের একটি উল্লেখযোগ্য অংশকে জাতিগতভাবে ধ্বংস করেছে। গাজায় ফিলিস্তিনিদের হত্যাসহ শারীরিক ও মানসিক নির্যাতন এবং মানুষের জীবন বিপর্যস্ত করে তোলা হয়েছে বলেও মামলার আবেদনে বলা হয়।

আন্তর্জাতিক বিচার আদালত জাতিসংঘের একটি দেওয়ানি আদালত; যা দেশগুলোর মধ্যে বিরোধের বিচার করে। এটি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে আলাদা, যা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিচার করে থাকে। জাতিসংঘের সদস্য হিসেবে দক্ষিণ আফ্রিকা ও ইসরাইল উভয়ে এই আদালতের আওতাধীন।#

342/