‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

১ জানুয়ারী ২০২৪

৩:৪৪:২৪ PM
1425811

লোহিত সাগরে প্রাণঘাতী হামলার দায়িত্ব আমেরিকাকে বহন করতে হবে

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, লোহিত সাগরে ইয়েমেনি বোটে মার্কিন সেনারা যে প্রাণঘাতী হামলা চালিয়েছে তার পরিপূর্ণ দায় ওয়াশিংটনকে নিতে হবে।

গতকাল (রোববার) লোহিত সাগরের মার্কিন বাহিনীর হেলিকপ্টার থেকে ইয়েমেনের নৌ বাহিনীর চারটি বোটে হামলা চালানো হয়; এর মধ্যে তিনটি বোট ডুবে যায় এবং ১০ সেনা নিহত হয়েছেন।

এই ঘটনার প্রতিবাদে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি ওয়াশিংটনকে হুঁশিয়ার করে বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, ইয়েমেনের নৌ সেনারা লোহিত সাগরে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য তাদের নিয়মিত টহল তৎপরতায় নিয়োজিত ছিল। এ সময় মার্কিন শত্রুরা ইয়েমেনের নৌ সেনাদের বোটে হামলা চালিয়েছে।

জেনারেল সারিয়ে আরো বলেন, দখলদার ইসরাইলের জাহাজগুলো লোহিত সাগরে চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করে যখন ইয়েমেনের সামরিক বাহিনী তাদের মানবিক ও নৈতিক দায়িত্ব পালন করছিল তখন আমেরিকা এই জঘন্যতম হামলা চালায়।

বিবৃতিতে জেনারেল সারিয়ি সুস্পষ্ট ঘোষণা দিয়ে বলেন, ইয়েমেনের সেনারা দেশের বিরুদ্ধে যেকোন আগ্রাসনের জবাব দিতে মোটেই কুণ্ঠাবোধ করবে না। এজন্য লোহিত সাগরে মার্কিন পরিকল্পনায় পা না দিতে তিনি বিশ্বের বিভিন্ন দেশকে পরামর্শ দেন।#

342/