‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

৩ জানুয়ারী ২০২৪

৩:৩৩:৪৯ PM
1426347

সালেহ আল-আরুরি হত্যাকাণ্ডের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে: হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধে আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার সদস্য এবং বৈরুত প্রতিনিধি ওসামা হামদান বলেছেন, সালেহ আল-আরুরির বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দেবেন তার সংগঠনের বীর যোদ্ধারা।

তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধ আন্দোলনগুলোর পক্ষ থেকে এই জঘন্য অপরাধযজ্ঞের উপযুক্ত জবাব দেয়া হবে। এজন্য হামাসের সামনে সমস্ত পথ খোলা রয়েছে।

হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ পর্যায়ের নেতা আরুরিকে হত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেখানো হচ্ছে তাকে চরম দ্বিচারিতা বলে সমালোচনা করেন ওসামা হামদান। তিনি বলেন, “ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞ বন্ধ করার জন্য আমরা পশ্চিমা দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।”

হামদান বলেন, আরুরি হত্যাকাণ্ডের বিষয়ে ওয়াশিংটন কিছু জানে না বলে যে দাবি করেছে তা এই হত্যকাণ্ডের রাজনৈতিক দায়দায়িত্ব থেকে নিজেকে আড়াল করার প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়।

এদিকে, ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল-নাখালা বলেছেন, “সালেহ আল-আরুরি ফিলিস্তিনি জাতি এবং প্রতিরোধ ফ্রন্টের গৌরব অর্জনের পথেই জীবন দিয়েছেন। তিনি ছিলেন ছদ্মবেশী ফিলিস্তিনি নেতাদের অন্যতম বিখ্যাত নেতা। আমরা তাকে হারিয়েছি এবং আমরা আমাদের হৃদয়ের গভীরে তাকে অনুভব করব। তিনি এমন একজন নেতা ছিলেন যিনি সবাইকে নিজেদের ওপর আস্থা এবং বিশ্বাস রাখতে অনুপ্রাণিত করতেন।”

অন্যদিকে, ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের প্রধানমন্ত্রী আব্দুল আজিজ বিন হাবতুর সালেহ আল-আরুরি হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানিয়েছেন। এক শোকবার্তায় তিনি ইয়েমেনের জনগণের পক্ষ থেকে সালেহ আল-আরুরি সাহসী পরিবার এবং হামাস যোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা, সান্তনা ও সংহতি জানান।

 আবদুল আজিজ বিন হাবতুর এই টার্গেট কিলিংয়ের কঠোর নিন্দা জানিয়ে বলেন, এর মধ্য দিয়ে প্রকৃতপক্ষে ইহুদিবাদী ইসরাইলের সত্যিকারের সন্ত্রাসী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে এবং ইসরাইলি বাহিনী যে পরাজিত হতে চলেছে এই হামলার মধ্যদিয়ে তা পরিষ্কার হয়েছে।#

342/