‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

৩ জানুয়ারী ২০২৪

৩:৩৫:৫২ PM
1426352

ইরানের কেরমান প্রদেশে বিস্ফোরণ: ১০৩ জন শহীদ, আহত ১৪১

ইরানের কেরমান প্রদেশে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০৩ জন শহীদ এবং ১৪১ জনেরও বেশি আহত হয়েছে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, শহীদ কাসেম সোলাইমানির শাহাদাত বার্ষিকী উপলক্ষে হাজার হাজার মানুষ কেরমানের 'শহীদ গুলজার' কবরস্থানের দিকে যাওয়ার পথে ওই বিস্ফোরণ ঘটে।

কাসেম সোলাইমানিকে ওই কবরস্থানে দাফন করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে পর পর দুটি বিস্ফোরণে ১০৩ জন শহীদ হয়েছে এবং আহত হয়েছে ১৪১ জনেরও বেশি। শহীদদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জরুরি সংস্থার মুখপাত্র ববাক ইয়েকতা পারাস্ত।

প্রথম বিস্ফোরণটি হয়েছিল শহীদ সোলাইমানির মাজার থেকে ৭০০ মিটার দূরে। দ্বিতীয় বিস্ফোরণটি মাজার থেকে এক কিলোমিটার দূরে এবং যিয়ারতকারীদের যাবার পথ থেকে এমনকি চেক-পোস্টের বাইরে ঘটেছিল।

বিস্ফোরণের ভয়ানক শব্দ শুনে শহীদ গুলজারের দিকে যিয়ারতের জন্য যাওয়া যাত্রীরা দ্রুত রাস্তা ছেড়ে দেয় যাতে অ্যাম্বুলেন্সগুলো বিস্ফোরণস্থলের দিকে যেতে পারে। কেরমানের জরুরি বিভাগের প্রধান জানিয়েছেন বিস্ফোরণের ঘটনায় আহতদের কেরমানের শহীদ বহুনার, শেফা এবং মেহেরগান হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শহীদ সোলেইমানির মাজার যিয়ারতকারীদের পথে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে কেরমানের গভর্নরের রাজনৈতিক ও নিরাপত্তা উপদেষ্টা বলেছেন: গোলজার শহীদদের পথে ২টি বিস্ফোরণই ছিল সন্ত্রাসী হামলা।

ইরনার সাংবাদিক জানিয়েছে, প্রথম বিস্ফোরণের কিছুক্ষণ পরই দ্বিতীয় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে উদ্ধারকর্মীরা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছেছে বলে বার্তা সংস্থাটি জানিয়েছে।

ইরানের জরুরি সংস্থার প্রধান বলেছেন: কাসেম সোলাইমানির শাহাদতের ৪র্থ বার্ষিকীতে  বিস্ফোরণের ঘটনায় কেরমান প্রদেশের সকল চিকিৎসাকেন্দ্র ও হাসপাতালগুলো সতর্ক অবস্থায় রয়েছে। নিরাপত্তা উপদেষ্টা জাফর মিয়াদফার বলেন: এছাড়াও, পার্শ্ববর্তী শহরগুলোর অ্যাম্বুলেন্সগুলোও ওই ঘটনার কারণে সতর্ক এবং সক্রিয় রয়েছে।#

342/