‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

৩ জানুয়ারী ২০২৪

৩:৩৭:০৫ PM
1426354

জাতিসংঘে ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে লেবানন

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান সালেহ আল-আরুরিকে হত্যার জন্য ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘে নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করবে লেবানন।

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান সালেহ আল-আরুরিকে বৈরুতে ড্রোন হামলার মাধ্যমে ইহুদিবাদী সেনারা হত্যা করার পর এই ঘোষণা দিল লেবানন।

গতকাল (মঙ্গলবার) এই হত্যাকাণ্ডের পর লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিবকে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনের দায়ে জরুরিভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরাইলের বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপনের নির্দেশ দেন। নাজিব মিকাতি বলেন, ইসরাইলের হামলা একটি বড় রকমের অপরাধ, এর মধ্যদিয়ে লেবাননকে চলমান সংঘাতের নতুন অধ্যায়ে নিয়ে যাওয়া হয়েছে।

লেবাননের প্রধানমন্ত্রী বলেন ইহুদিবাদী ইসরাইল গাজায় তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে লেবাননের হামলা চালিয়েছে এবং এর মধ্যদিয়ে তারা তাদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করেছে। লেবানন চলমান সংঘাত থেকে দূরে থাকার জন্য যে চেষ্টা চালিয়ে আসছে তার পাল্টা পদক্ষেপ হচ্ছে ইহুদিবাদী ইসরাইলের এই হামলা।#

342/