‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

৪ জানুয়ারী ২০২৪

১১:১২:৪৭ AM
1426620

ইরাকে হাশদ আশ-শাবি'র সদর দফতরে হামলা: অন্তত ২ সদস্য শহীদ

ইরাকি আন-নুজবা নেটওয়ার্ক ঘোষণা করেছে: ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিল্ডিং কমপ্লেক্সে আল-হাশদ আশ-শাবি সংগঠনের দফতরে বিমান হামলা হয়েছে।

প্রাথমিক পরিসংখ্যান অনুসারে ওই হামলায় হাশদ আশ-শাবি'র অন্তত ২ সদস্য শহীদ হয়েছে।

বার্তা সংস্থা ইরনা আজ (বৃহস্পতিবার)এই খবর দিয়ে বলেছে, আন-নুজাবা নেটওয়ার্ক তাদের টেলিগ্রাম চ্যানেলে বিস্তারিত সংবাদে জানিয়েছে প্যালেস্টাইন স্ট্রিটে হাশদ আল-শাবি সংস্থার ১২তম ব্রিগেডের সদর দপ্তরে হামলা করা হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে বাগদাদের আল-জালাল স্ট্রিটের নুজাবা আন্দোলনের সদর দফতরেও আমেরিকা হামলা চালিয়েছে।

এদিকে, আল-মায়াদিন নেটওয়ার্ক নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে: প্রাথমিক খবরে বাগদাদে হাশদ আশ-শাবির সদর দফতরে বিমান হামলার ঘটনায় আন-নুজাবা আন্দোলনের একজন কমান্ডার এবং তার সহকারী শহীদ হয়েছে।

ইরাকি গণমাধ্যম সূত্র জানিয়েছে আল-হাশদ আশ-শাবির সদর দফতরে ওই বিমান হামলায় বাগদাদ বেল্ট অভিযানের ডেপুটি কমান্ডার হাজ আবু তাকাভি আস-সায়িদিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হাশদ আল-শাবির ১২তম ব্রিগেড আন-নুজাবা যোদ্ধাদের নিয়ে গঠিত। ইরাকি সূত্রগুলো আরও জানিয়েছে বাগদাদে হাশদ আশ-শাবির হেডকোয়ার্টারে হামলায় আরও ৬ জন আহত হয়েছে।

342/