‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

৪ জানুয়ারী ২০২৪

১১:১৬:৫৯ AM
1426630

কাসেম সোলেইমানির প্রতি জনগণের ভালোবাসা শত্রুরা সহ্য করতে পারে নি: সর্বোচ্চ নেতা

কেরমানে শাহাদাতের ঘটনায় আগামিকাল (বৃহস্পতিবার) সমগ্র ইরানজুড়ে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা এই বিপর্যয়কর ঘটনা সম্পর্কে বলেছেন: নিষ্ঠুর হৃদয়ের অপরাধীরা জেনে রাখুক সোলেইমানির আদর্শে আলোকিত পথের সেনারা তাদের ওই জঘণ্য অপরাধ সহ্য করবে না।

মেহর বার্তা সংস্থা আরও জানিয়েছে, হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী কেরমানের গোলজার শোহাদায় শহীদ সোলেইমানির মাজারে যাওয়ার পথে সন্ত্রাসী হামলার ঘটনায় একদল যিয়ারতকারী শহীদ হওয়ার পরিপ্রেক্ষিতে একটি বার্তা দিয়েছেন। ইসলামী বিপ্লবের নেতার সেই বার্তাটি নিম্নরূপ:

বিসমিল্লাহির রাহমানির রাহীম।  ইরানী জাতির অপরাধী শত্রুরা আবারো বিপর্যয় সৃষ্টি করেছে। তারা কেরমানে শহীদ সমাধির সুগন্ধিময় পরিবেশে বিপুল সংখ্যক প্রিয় মানুষকে শহীদ করেছে। 
ইরান জাতি শোকে মূহ্যমান। অনেক পরিবার তাদের প্রিয়জনের মৃত্যুতে মর্মাহত এবং বেদনার সাগরে নিমজ্জিত। পাথুরে হৃদয়ের অপরাধীরা মহান কমান্ডার কাসেম সোলেইমানির মাজারে যাওয়ার জন্য জনগণের মাঝে যে ভালবাসা এবং উদ্দীপনা দেখেছে, সেটা তারা সহ্য করতে পারে নি। 
তারা জেনে রাখুক সোলেইমানির আদর্শে আলোকিত পথের সেনারা শত্রুদের ওই জঘণ্য অপরাধ সহ্য করবে না। নিরপরাধ মানুষদের রক্তে রঞ্জিত তাদের হাত। কীরকম দুর্নীতিগ্রস্ত ও দুষ্ট মস্তিস্ক তাদেরকে এই গোমরাহির দিকে নিয়ে গেছে। এখন থেকে তারা কঠোর দমন ও ন্যায়বিচারের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু হবে। তারা জেনে রাখুক, আল্লাহ চাইলে এই বিপর্যয়ের কঠোর জবাব দেওয়া হবে।
সর্বোচ্চ নেতা আরও   বলেন:  আমি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং সর্বশক্তিমান আল্লাহর দরবারে তাদের ধৈর্যধারন করার তৌফিক কামনা করছি। শহীদদের বিশুদ্ধ আত্মার ওপর শান্তি বর্ষিত হোক।  আল্লাহ তায়ালা  যেন দুই ভুবনের শ্রেষ্ঠ মহিয়সী রমণী শহীদদের জননী হযরত সিদ্দিকা তাহিরার মেহমান হিসেবে কবুল করেন। আমি দুর্ঘটনায় আহতদের প্রতি সমবেদনা জানাই এবং আল্লাহর কাছে তাদের আরোগ্য কামনা করছি। 
সাইয়্যেদ আলি খামেনেয়ী
১৩.১০.১৪০২ (ফার্সি)
৩ জানুয়ারি ২০২৪

342/