‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৭ জানুয়ারী ২০২৪

৬:৩৫:১৫ PM
1427505

হিজবুল্লাহর কঠিন আঘাতের পর ইসরাইলি হামলা; ৫ প্রতিরোধ যোদ্ধা শহীদ

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর পাঁচ সেনা শহীদ হয়েছেন।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, হিজবুল্লাহর যোদ্ধারা দখলদার ইসরাইলের আভিভিম উপশহরে ইসরাইলি সেনা সমাবেশে হামলা চালিয়েছে। এই হামলার পরপরই আজ (রোববার) ভোরে দক্ষিণ লেবাননে হামলা চালায় দখলদার বাহিনী। এতে পাঁচ জন হিজবুল্লাহ সেনা শাহাদাৎবরণ করেন।

লেবাননে হামাসের উপপ্রধান সালেহ আল আরুরি-কে হত্যার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ এর আগে ইসরাইলের মিরুন বিমান ঘাঁটিসহ বিভিন্ন অবস্থানে বহু ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালিয়েছে।

সম্প্রতি হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ এক ভাষণে বলেছেন, লেবানন সীমান্তের ইসরাইলি ঘাঁটিগুলোতে এ পর্যন্ত বহু বার হামলা চালানো হয়েছে। ইসরাইলি সেনারা হামলার ভয়ে সেখান থেকে পালিয়ে গেছে। শনিবারও হিজবুল্লাহ ইসরাইলের একটি গুরুত্বপূর্ণ গুপ্তচর কেন্দ্রে হামলা চালিয়েছে। এর ফলে কেন্দ্রটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।#

342/