‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৭ জানুয়ারী ২০২৪

৬:৩৬:৩৮ PM
1427508

লোহিত সাগর দিয়ে ইসরাইলের কোনো জাহাজ চলবে না: ইয়েমেন

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন আবারো সুস্পষ্টভাবে বলেছে, যতক্ষণ পর্যন্ত গাজায় আগ্রাসন অব্যাহত থাকবে ততক্ষণ লোহিত সাগর দিয়ে ইহুদিবাদী ইসরাইলের কোনো জাহাজ চলাচল করতে পারবে না। শুধু তাই নয়, এই রুটে ইহুদিবাদী ইসরাইল অভিমুখে অন্য কোনো দেশের জাহাজও যেতে পারবে না।

আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল-মাশাত বলেন, “আমরা আবারো নিশ্চিত করছি যে, ইসরাইলি জাহাজ অথবা ইসরাইলের সাথে সম্পর্ক আছে এমন কোনো জাহাজ লোহিত সাগর পার হতে পারবে না। আমরা এ বিষয়ে খুবই সিরিয়াস।”

মাহদি মাশাত আরো বলেন, “আমাদের সামরিক বাহিনী লোহিত সাগরের অভিভাবক এবং তাদের পেছনে আমাদের ৪ কোটি মানুষ রয়েছে, যারা যুদ্ধের জন্য প্রস্তুত। লোহিত সাগরের এই পথে ইসরাইলের জাহাজ কিংবা ইসরাইল অভিমুখী যেকোনো জাহাজ ঠেকিয়ে দেয়ার তৎপরতা আমরা অব্যাহত রাখবো।”

আনসারুল্লাহ আন্দোলনের এ নেতা বলেন, “ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা এবং গাজার ফিলিস্তিনি জনগণের মর্যাদাপূর্ণ জীবনের জন্য আমরা ইসরাইলের জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছি। এক্ষেত্রে আমেরিকা যদি ইসরাইলি শত্রুদেরকে রক্ষা করার চেষ্টা করে তাহলে আমরাও দৃঢ়ভাবে ঘোষণা করছি যে, গাজার ভাই-বোনদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। এজন্য যেকোনো পরিস্থিতির মোকাবেলা করতে ইয়েমেনের জনগণ প্রস্তুত রয়েছে।”

গত ৭ অক্টোবর হামাস এবং ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরুর পর ইয়েমেন লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালী দিয়ে ইসরাইলের সমস্ত জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। এরইমধ্যে ইয়েমেনের সামরিক বাহিনী ইসরাইলের কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে। পাশাপাশি ইসরাইল অভিমুখী বিভিন্ন দেশের জাহাজের ওপরও হামলা অব্যাহত রেখেছে#

342/