‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৭ জানুয়ারী ২০২৪

৬:৪০:৪৩ PM
1427515

মালদ্বীপের উপকূলে ইসরাইলের দুটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা

মালদ্বীপের উপকূলে ইহুদিবাদী ইসরাইলের মালিকানাধীন দুটি তেল ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়েছে। এই ঘটনা সম্পর্কে জানেন এমন কর্মকর্তাদের বরাত দিয়ে জর্দান নিউজ জানিয়েছে, গত বুধ ও বৃহস্পতিবারে এই হামলার ঘটনা ঘটেছে। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, হামলার ফলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং জাহাজ দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাব আল-মান্দেব এবং লোহিত সাগর হয়ে জাহাজ দুটির গন্তব্যে পৌঁছানোর কথা ছিল। কিন্তু বাব আল-মান্দেব প্রণালী থেকে ২০০০ কিলোমিটার দূরে থাকতেই জাহাজ দুটির ওপর হামলা হয়।

জর্দান নিউজ পত্রিকা বলেছে, এর আগে ইয়েমেনের হুথি যোদ্ধারা লোহিত সাগর এবং বাব আল-মান্দেব প্রণালীতে ইসরাইলি জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছিল। কিন্তু ধারণাতীতভাবে এই দুটি জাহাজ বাব আল-মান্দেব প্রণালী থেকে দুই হাজার কিলোমিটার দূরে থাকা অবস্থায় হামলা শিকার হলো। হামলার পর দুটি জাহাজই তাদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয় কারণ ড্রোন হামলায় জাহাজ দুটির বড় রকমের ক্ষতি হয়েছে। এছাড়া আবারো হামলার আশংকা ছিল।

হামলার ব্যাপারে ইসরাইলের কর্মকর্তারা এখনো কোন মন্তব্য করেননি।

গত ৭ই অক্টোবর থেকে গাজা-ইসরাইল যুদ্ধ শুরু হলে ফিলিস্তিনিদের প্রতি প্রকাশ্য সমর্থন দেয় ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সরকার। এ পর্যন্ত লোহিত সাগরে ইয়েমেনের সামরিক বাহিনী ইসরাইলের বেশ কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে কিংবা আটক করেছে।#

342/