‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

১১ জানুয়ারী ২০২৪

২:৫৮:৫৯ PM
1428491

আইসিসিতে দক্ষিণ আফ্রিকার মামলার প্রতি সমর্থন দিল ইরান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চালানো গণহত্যার প্রতিবাদে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে যে মামলা দায়ের করেছে তার প্রতি সমর্থন দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে, দখলদার ইসরাইলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক জনগণের ওপর যে ভয়াবহ অপরাধযজ্ঞ চালিয়েছে তা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (বুধবার) এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী ইসরাইল কয়েকটি সরকারের পক্ষ থেকে নিঃশর্ত ও সীমাহীন সমর্থন পেয়েছে যার কারণে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরের নিরপরাধ জনগণের ওপর তারা পূর্ণ শক্তি নিয়ে আগ্রাসন চালিয়েছে। গত তিন মাস ধরে তারা এই অপরাধযজ্ঞ চালিয়ে আসছে এবং নিপীড়িত ফিলিস্তিনিদের ব্যাপারে ইসরাইল সমস্ত আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘন করেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, “অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর বর্ণবাদী ইসরাইল সরকারের চালানো গণহত্যার বিষয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান আরো একবার কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে এবং ফিলিস্তিনের জনগণ ইসরাইল-বিরোধী যে প্রতিরোধ গড়ে তুলেছে তার প্রতি সমর্থন জানাচ্ছে যা তাদের মুক্তি ও স্বাধীনতা আনতে সাহায্য করবে। ফিলিস্তিনের জনগণ দখলদার ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন মেনেই লড়াই করছে বলেও উল্লেখ করেছে ইরান।

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলাকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্বশীল, সাহসী এবং সম্মানজনক পদক্ষেপ বলে উল্লেখ করেছে। আন্তর্জাতিক আইনের আওতায় ফিলিস্তিনি জনগণকে রক্ষার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে বলেও মনে করে ইরান।

আজ এবং আগামীকাল হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে এই মামলার শুনানির কথা রয়েছে।#

342/