‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১২ জানুয়ারী ২০২৪

৩:২৮:৩৩ PM
1428734

আমরা মধ্যপ্রাচ্যে মার্কিন ও ব্রিটিশ ঘাঁটিগুলোতে হামলা করব: হুথি কর্মকর্তা

ইয়েমেনের হুথি সমর্থিত সেনা অবস্থানগুলোর ওপর ইঙ্গো-মার্কিন হামলার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৈতিক দিকনির্দেশনা বিভাগের উপ প্রধান আব্দুল্লাহ বিন আমের বলেছেন, "আমাদের অবস্থানগুলোতে আকস্মিক হামলা চালানো হয়েছে এবং আমরা এর জবাব দিতে দ্বিধা করব না।

তিনি আজ (শুক্রবার) সকালে আল-জাজিরা নিউজ চ্যানেলকে বলেন, “আত্মরক্ষা করার মতো সামর্থ্য ও বৈধতা আমাদের রয়েছে। লোহিত সাগরকে সামরিকীকরণের দায় ওয়াশিংটন ও লন্ডনকেই নিতে হবে।”

আজ ভোররাতে চালানো ইঙ্গো-মার্কিন হামলায় রাজধানী সানা ও হুদায়দা বন্দরের নিকটবর্তী সামরিক অবস্থানগুলোকে টার্গেট করা হয়। আমের বলেন, গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে আমাদের অভিযান চলবে।

এদিকে হুথি আনসারুল্লাহ আন্দোলনের পলিটিক্যাল ব্যুরোর সদস্য মোহাম্মাদ আল-বুখাইতি সতর্ক করে দিয়ে বলেছেন, ওয়াশিংটন ও লন্ডন যদি যুদ্ধের বিস্তার ঘটাতে চায় তাহলে আমরা মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলোতে হামলা করব। তিনি আশা প্রকাশ করে বলেন, আল্লাহর ইচ্ছায় এ যুদ্ধে ইয়েমেন বিজয়ী হবে। যারা ফিলিস্তিনে আমাদের ভাইদের সমর্থন জানাতে ব্যর্থ হয়েছে তাদের ছাড়া আমাদের আর কাউকে ভয় নেই বলে তিনি মন্তব্য করেন।

ইয়েমেনের এই হুথি নেতা বলেন, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে নিজেদের উৎসর্গ করেছি। আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে, এখন আমরা আরব ও মুসলিম বিশ্বের শত্রুদের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়েছি। #

342/