‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১২ জানুয়ারী ২০২৪

৩:২৯:২১ PM
1428736

ইয়েমেনে হামলা চালিয়ে মারাত্মক ভুল করল আমেরিকা: সাবেক মার্কিন কর্মকর্তা

ইয়েমেনে নিযুক্ত সাবেক মার্কিন উপ রাষ্ট্রদূত নাবিল খুরি বলেছেন, ইয়েমেনে হামলা চালিয়ে ‘মারাত্মক ভুল’ করেছে ওয়াশিংটন। তিনি এ হামলাকে ‘মার্কিন কূটনীতির ব্যর্থতা’ বলেও অভিহিত করেছেন।

খুরি কাতার-ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরাকে বলেছেন, ইয়েমেনের হুথি অবস্থানগুলোতে আমেরিকা ও ব্রিটেন বোমাবর্ষণ করার ফলে বাইডেন প্রশাসন কার্যকরভাবে ‘সরাসরি গাজা যুদ্ধে’ জড়িয়ে পড়ল।  তিনি বলেন, ‘এখান থেকে যুদ্ধ নতুন করে ছড়িয়ে পড়তে পারে। আমি মনে করছি, এটি একটি মারাত্মক ভুল। হুথিদের থামানোর জন্য বিকল্প কোনো ব্যবস্থা নেয়া যেত।’

সাবেক এই মার্কিন কূটনীতিক আরো বলেন, ‘আমেরিকা ও ব্রিটেন ভেবেছে হামলা চালিয়ে হুথিদের দমিয়ে রাখা যাবে। কিন্তু আমার মতে, এখান থেকে বড় আকারের যুদ্ধ শুরু হতে যাচ্ছে।’

গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের পাশবিক গণহত্যার জবাবে ইয়েমেনের হুথি সমর্থিত সেনাবাহিনী গত কয়েক মাস ধরে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছিল।

হুথি নেতারা বলছেন, গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইলগামী ও ইসরাইলি মালিকানাধীন বাণিজ্যিক জাহাজগুলো হামলা চলতে থাকবে। এসব নেতা তাদের বিরুদ্ধে আমেরিকার নেতৃত্বে গঠিত টাস্কফোর্স প্রত্যাখ্যান করে বলেছিলেন, আমেরিকার সম্ভাব্য যেকোনো হামলার জবাব দেয়া হবে।#

342/