‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

১২ জানুয়ারী ২০২৪

৬:৫২:৫০ PM
1428819

শেইখ মুহসিন আলী নাজাফীর মৃত্যুতে সর্বোচ্চ নেতার শোক প্রকাশ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনায়ী বলেছেন, আমি মহান আল্লাহর কাছের এই ধর্মভীরু আলেমের জন্য মাগফিরাত এবং উচ্চতর মাকাম প্রার্থনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য্য এবং উত্তম পুরষ্কার কামনা করছি।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনায়ী এক বার্তায় সদ্য প্রয়াত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন শেইখ মুহসিন আলী নাজাফী-এর মৃত্যুতে পাকিস্তানের আলেম সমাজ ও হাওযা ইলমিয়্যাহগুলোর প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার শোকবার্তাটি নিম্নরূপ:

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন

সম্মানিত আলেম ও বিশিষ্ট সেবক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন শেইখ মুহসিন আলী নাজাফীর ইন্তেকালের সংবাদে শোকের ছায়া নেমে এসেছে। আমি এই সম্মানিত আলেমকে হারানোর জন্য পাকিস্তানের আলেম সমাজ, হাওযা ইলমিয়্যাহ, তার পরিবার এবং বন্ধুদের, বিশেষ করে বালতিস্তানের সম্মানিত শিয়াদের প্রতি সমবেদনা জ্ঞাপন পূর্বক মহান আল্লাহর কাছের এই ধর্মভীরু আলেমের জন্য বিস্তৃত মাগফিরাত এবং উচ্চতর মাকাম প্রার্থনা করছি, তার শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য্য এবং উত্তম পুরষ্কার কামনা করছি।

ওয়াস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ

২০শে দেই, ১৪০২ (সৌরবর্ষ)।

প্রসঙ্গত, আয়াতুল্লাহ মুহসিন আলী নাজাফী ছিলেন পাকিস্তানের একজন বিশিষ্ট শিয়া আলেম ও মুফাসসির যিনি নাজাফে মরহুম আয়াতুল্লাহ খুয়ী এবং শহীদ আয়াতুল্লাহ মুহাম্মদ বাকির সদরের মতো শিক্ষকদের শিষ্যত্ব লাভের গৌরব অর্জন করেছেন। তিনি জামেয়াতু আহলুল বাইত (আ.) এবং জামেয়াতু কাউসার এর প্রতিষ্ঠাতা এবং পাকিস্তানে আহলে বাইতের (আ.) সুপ্রিম কাউন্সিলের প্রধান ছিলেন। তিনি উসওয়াহ শিক্ষা ব্যবস্থাসহ এ দেশের বেশ কয়েকটি বেসরকারি কলেজের প্রতিষ্ঠাতাও ছিলেন।#176S