‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

১২ জানুয়ারী ২০২৪

৮:০৮:১১ PM
1428825

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, মার্কিন সামরিক বাহিনী আমার নির্দেশেই ইয়েমেনের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে সফল হামলা চালিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মার্কিন প্রেসিডেন্ট ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশ নৌ বাহিনীর জোট কর্তৃক বোমা হামলার প্রাথমিক প্রতিক্রিয়ায় দাবি করেন, লোহিত সাগরে হামলা আমেরিকান সৈন্য এবং বেসামরিক নাবিকদেরকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

বাইডেনের ভাষ্যমতে, ২০টিরও বেশি দেশের ক্রু সামুদ্রিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে হুমকির মুখে অথবা জিম্মি হয়ে আছে।

মার্কিন প্রেসিডেন্ট জানান, আমার নির্দেশেই মার্কিন বিমান বাহিনী বাহিনী, ব্রিটেনের সহযোগিতায় এবং অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা ও নেদারল্যান্ডসের সহায়তায়, ইয়েমেনের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে সফল হামলা চালিয়েছে।

তিনি দাবি করেন, হামলাগুলো এমন সব লক্ষ্যবস্তুতে চালানো হয়েছে, যেগুলো আনসারুল্লাহ স্বাধীন নৌ-চলাচলে হুমকির জন্য ব্যবহার করে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, লোহিত সাগর এড়াতে দুই হাজারেরও অধিক জাহাজ কয়েক হাজার মাইল পথ বেশী পাড়ি দিতে বাধ্য হয়েছে, ফলে শিপমেন্টগুলো গন্তব্যে পৌঁছুতে কয়েক সপ্তাহ বিলম্ব হতে পারে।

বাইডেন বলেন, ৯ জানুয়ারি হুথিরা মার্কিন জাহাজকে সরাসরি লক্ষ্যবস্তু করার মাধ্যমে অদ্যাবধি তাদের সবচেয়ে বড় হামলা চালিয়েছে।

তিনি বলেন: আমাদের এই হামলা মূলতঃ তাদের জন্য একটি বার্তা যে, আমরা আমাদের বাহিনী এবং আন্তর্জাতিক জাহাজকে লক্ষ্যবস্তু করাকে সহ্য করি না। প্রয়োজনে আমাদের জনগণ এবং আন্তর্জাতিক বাণিজ্যকে সমর্থন করার ব্যাপারে আদেশ দিতে দ্বিধা করি না।

বাইডেন বলেন, হুথিদের হামলার বিপরীতে আন্তর্জাতিক জবাব ছিল মূলতঃ সম্মিলিত ও ঐক্যবদ্ধ। আমরা আমাদের ১৩টি মিত্র দেশের সাথে মিলে হুঁশিয়ারি দিয়েছিলাম যে, হুথি বিদ্রোহীরা (ইয়েমেনের আনসারুল্লাহ) যদি তাদের হামলা বন্ধ না করে, তাহলে তারা তাদের পরিণতি ভোগ করবে।

ঘণ্টা কয়েক আগে, ইয়েমেনের জাতীয় সংকট কালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী হুসেইন আল-আজি বলেন, আমাদের দেশ মার্কিন ও ব্রিটিশ জাহাজ, সাবমেরিন এবং বিমানের হামলার শিকার হয়েছে।

প্রতিবেদনে, ইয়েমেনের কয়েকটি লক্ষ্যবস্তুতে আমেরিকান নৌ জোটের ক্ষেপণাস্ত্র হামলার কথা বলা হয়েছে। বিবৃতির মাধ্যমে পেন্টাগন নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্র ইয়েমেনের ১০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।#176A