‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

১৩ জানুয়ারী ২০২৪

৭:৩২:০৪ PM
1429128

ইসরায়েলের জাহাজগুলোতে হামলা অব্যাহত থাকবে/ ইয়েমেনে চালানো আমেরিকার যে কোন ধরনের হামলা, জবাব বিহীন থাকবে না: আব্দুল মালিক হুথি

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা বলেন, ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজগুলিকে লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবো এবং আমাদের এই অবস্থানের কারণে ইহুদিবাদী শত্রুর অধিক অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): রজব মাস উপলক্ষে দেয়া একটি ভাষণে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইয়্যেদ আব্দুল মালিক বাদরুদ্দিন আল-হুথি, এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী, বিশেষ করে গাজা উপত্যকায় ইহুদিবাদী সরকারের আগ্রাসন এবং এর পরিণতি সম্পর্কে পর্যালোচনা করেন।

আনসারুল্লাহ আন্দোলনের নেতা, ইহুদিবাদী লবিকে মুসলমানদের প্রকৃত দুষমন মনে করে বলেন, আল-আকসা মসজিদে হামলা আমাদের ধর্ম ও জাতির সঙ্গে শত্রুতার সামিল।

তিনি ইহুদিবাদীদেরকে শুধু ফিলিস্তিন জাতির শত্রু নয়, বরং সকল মুসলমানের শত্রু হিসেবে উল্লেখ করে বলেন, সৌদি আরব তাদেরকে [আমেরিকাকে] কয়েকশ মিলিয়ন ডলার দিয়েছে এবং একারণেই তাদেরকে ‘দুধেল গাই’ বলা হয়েছে। এই উপাধি, আমেরিকান স্টাইলে তাদের গৌরবের মেডেল।

আনসারুল্লাহ আন্দোলনের নেতা গুরুত্বারোপ করে বলেন, ইহুদিবাদীরা বিগত ৭৫ বছর ধরে, ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে সবচেয়ে জঘন্যতম সব অপরাধ আঞ্জাম দিয়ে আসছে। এই অপরাধের বিষয়ে পশ্চিমা দেশগুলোর অবস্থানও লজ্জাজনক। ইহুদিবাদীরা দেখানোর চেষ্টা করছে যে, সবকিছুই ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে; যাতে সমস্ত দায় হামাসের ঘাড়ে চাপিয়ে দিতে পারে এবং এর মাধ্যমে ফিলিস্তিনিদের ৭৫ বছরের নিপীড়নকে গোপন করতে পারে।

ইসরায়েলি শত্রু কর্তৃক অপরাধ, নিপীড়িত জনগণকে ক্ষুধার্ত রাখা এবং কঠোর অবরোধের উপর জোর দেয়ার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ফিলিস্তিনিদের উপর নিপীড়ন কয়েক দশক ধরে আজও অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি জাতির উপর ইহুদিবাদীদের ভয়ানক অপরাধযজ্ঞের ব্যাপারে আমাদের উম্মতের মানবিক, আখলাকি ও ঈমানি দায়িত্ব রয়েছে। ইহুদিবাদী শত্রুরা ফিলিস্তিনিদের উপর অপরাধ যজ্ঞ অব্যাহত রাখতে জোর দিচ্ছে। আমেরিকাও নির্লজ্জভাবে যুদ্ধবিরতির বিরোধিতা করছে এবং ইহুদিবাদীদেরকে বোমা, গোলাবারুদ এবং অর্থ সরবরাহ করছে।

তিনি তার বক্তব্যে বলেন, যখনি শিষ্টাচারগত ফেতনা ও অপরাধ সংঘটিত হয় এবং নৈতিকতা ও মূল্যবোধ অবক্ষয়ের বিষয় উত্থাপিত হয়, তখন পশ্চিমারা স্বাধীনতা ও অধিকারের কথা বলে। গাজায় যা ঘটছে তা লজ্জাজনক এবং একটি নতুন অপমান, তবুও আরবদের দুর্বল মস্তিষ্কের জন্য সবসময় নতুন ঘটনার প্রয়োজন হয়।

 

ইসরায়েলের জাহাজগুলোতে হামলা অব্যাহত থাকবে

আনসারুল্লাহ আন্দোলনের নেতা আরও বলেন, ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজগুলিকে লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবো এবং আমাদের এই অবস্থানের কারণে ইহুদিবাদী শত্রুর অধিক অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়েছে।

সাইয়্যেদ আব্দুল মালিক আল-হুথি গুরুত্বারোপ করেন, আমাদের সাধ্যের মধ্যে থাকা কোন পদক্ষেপ নিতে দ্বিধা করব না। আমরা মার্কিন আগ্রাসনের মোকাবেলা করব এবং তাদের আগ্রাসনের জবাব দেব।

আনসারুল্লাহ আন্দোলনের নেতা আরও বলেন, ইসরায়েলের উদ্দেশ্যে যাওয়া জাহাজের পথ রোধে ইয়েমেনের পদক্ষেপ কার্যকর হয়েছে এবং এতে শত্রুর অর্থনীতিতে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।

সাইয়্যেদ আব্দুল মালিক আল-হুথি বলেন, ইয়েমেনি নৌবাহিনীর বিরুদ্ধে মার্কিন আগ্রাসন, ইহুদিবাদী শত্রু, আমেরিকা ও ব্রিটিশদের প্রতি আমাদের অবস্থানের প্রভাবের একটি লক্ষণ।

তিনি গুরুত্বারোপ করেন, আমরা সবার উদ্দেশ্যে ঘোষণা করছি, লোহিত সাগরে চলাচলে কোনও সমস্যা নেই। শুধুমাত্র ইসরায়েলের সাথে সম্পর্কিত জাহাজগুলি আমাদের টার্গেট।

 

ইয়েমেনে চালানো আমেরিকার যে কোন ধরনের হামলা, জবাব বিহীন থাকবে না

আল-হুথি বলেন, ইয়েমেনে চালানো আমেরিকার যে কোন ধরনের হামলা, জবাব বিহীন থাকবে না। এই জবাব হবে সম্প্রতি লোহিত সাগরে আমেরিকান জাহাজকে লক্ষ্য করে ইয়েমেনি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার চেয়েও অনেক বড়। ইয়েমেনি জাতী আমেরিকাকে ভয় পায় না এবং তাদের মত নয় যারা সবসময় আমেরিকাকে সন্তুষ্ট রাখতে চায়। যদি সম্মুখ যুদ্ধ হয়, তবে আমারা যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত এবং পূর্ণ সাহসিকতার সাথে যুদ্ধ করব।

আমেরিকা, ইসরাইল ও ব্রিটেন অস্বস্তিতে থাকলে ইয়েমেন অতি আনন্দিত হবার কথা উল্লেখপূর্বক তিনি বলেন, আমেরিকা ও ব্রিটেন অন্যান্য দেশগুলিকে [তাদের জোটের] অন্তর্ভুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে, কিন্তু যারা আমাদের জাতির উপর হামলায় অংশ নেবে, তারা পরাজিত হবে।

আল-হুথি বলেন, ইহুদিবাদী শত্রুরা ফিলিস্তিনিদের উপর অপরাধ যজ্ঞ অব্যাহত রাখতে জোর দিচ্ছে। আমেরিকাও নির্লজ্জভাবে যুদ্ধবিরতির বিরোধিতা করছে। আমেরিকা অপরাধ ও হত্যাযজ্ঞ অব্যাহত রাখতে তার কমিশনের তত্ত্বাবধানে বোমা, গোলাবারুদ এবং অর্থ সংগ্রহে জোর দিচ্ছে। আমেরিকা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে গাজা উপত্যকায় ইহুদিবাদী সরকারের অপরাধকে সমর্থন জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির বিরুদ্ধে অবস্থান করছে এবং নিপীড়িত ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে ইহুদিবাদীদের অপরাধের দায় স্বীকার করেছে।

 

মার্কিন ও ইসরায়েলি পণ্য বয়কটের পরিধি প্রসারিত করতে হবে

আনসারুল্লার নেতা বলেন, আমেরিকা, ব্রিটিশ ও ইসরায়েল হল বৈশ্বিক ইহুদীবাদের অস্ত্র। ফিলিস্তিনি শিশু ও নারীদের হত্যা অব্যাহত রাখতে ইসরাইল, আমেরিকা ও ব্রিটেনের প্রচেষ্টা কি আমাদেরকে জাগ্রত করে না?! মুসলিম জাতি হিসেবে আমাদের দায়িত্ব পদক্ষেপ নেয়া, ক্লান্ত না হওয়া এবং ইহুদিবাদী শত্রুর মোকাবেলায় কঠোর হওয়া। অবশ্যই পারস্য উপসাগরীয় দেশগুলিতে আমেরিকান ও ইসরায়েলি পণ্য বয়কটের পরিধি প্রসারিত করতে হবে। আমি মিশরের জনগণের প্রতি আহবান জানাই এবং আখলাকি, ইসলামি ও মানবিক দায়িত্ব থেকে ইসরায়েলি ও আমেরিকান পণ্য বয়কটের বিষয় স্মরণ করিয়ে দিচ্ছি। হে আরব ও মুসলিম জাতি, ফিলিস্তিনের জনগণের সহযোগিতায় তোমরা আওয়াজ তোল এবং আমেরিকা, ইসরায়েল ও ব্রিটেনের অপরাধ ও অত্যাচারের বিরুদ্ধে নিজেদের ক্রোধ প্রকাশ কর।

গাজায় ইহুদিবাদী অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের অবস্থানের প্রতি ইঙ্গিত করে আব্দুল মালিক আল-হুথি বলেন, লেবাননে ইহুদিবাদী সরকারের আক্রমণের তীব্রতা, আমাদের হিজবুল্লাহর ভাইদের সংকল্প, দৃঢ়তা, স্থিতিশীলতা, প্রতিরোধ ও বিশ্বাসকে আরও শক্তিশালী করছে। ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে ইরাকি মুজাহিদিন এবং হাশদ শাবির সন্তানদের প্রতিরোধ আরও শক্তিশালী হচ্ছে। উম্মাহর সন্তানদের সক্রিয় ও উদ্যমী হতে হবে এবং বিক্ষোভ ও আন্দোলনকে তীব্র করতে হবে এবং সর্বদা প্রস্তুত থাকতে হবে।

সবশেষে আল-হুথি ঘোষণা দেন, ইয়েমেনের প্রিয় জনগণ আগামীকাল শুক্রবার, ফিলিস্তিন এবং গাজার জনগণকে সমর্থন করার জন্য সানা শহরে সাবাইন চত্বরে লাখো মানুষের মিছিল করবে এবং অন্যান্য শহরে সম্মানজনক হারে উপস্থিত থাকবে। মুসলিম উম্মাহর উদাসীন ব্যক্তিদের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানাই। এখনও কি আপনাদের পদক্ষেপ নেয়ার সময় হয়নি?!#176A