‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১৬ জানুয়ারী ২০২৪

৬:০৯:৫২ PM
1429911

‘আমেরিকা ও ব্রিটেনের সেনারা বাব আল-মান্দেব প্রণালী পার হতে পারবে না’

ইয়েমেনের হুথি আনসারুলাহ আন্দোলনের পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখাইতি বলেছেন, এডেন উপসাগরের বাব আল-মান্দেব প্রণালী দিয়ে আমেরিকা ও ব্রিটেনের সেনারা আর চলাচল করতে পারবে না। আমেরিকা ও ব্রিটেন সম্প্রতি ইয়েমেনের ওপর আগ্রাসন চালানোর পর এই ঘোষণা দিলেন বুখাইতি।

তিনি বলেন, নতুন বিস্ময় দেখানোর জন্য তাদের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র সক্ষমতার উন্নতি ঘটাচ্ছে। শিগগিরই এই চমক দেখানো হবে বলে তিনি জানান।

বুখাইতি আরো বলেন, প্রতিরোধ অক্ষ এ অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ইয়েমেনের ওপর আমেরিকা যে হামলা চালিয়েছে তাতে তারা অনুতপ্ত হবে এবং তারা পরাজিত হবে। তিনি বলেন, ইয়েমেনের সেনারা আমেরিকার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখে এবং লোহিত সাগরের পানিপথে আমেরিকা ও ইসরাইলের পথ বন্ধ করে দেয়া হবে।

গত বৃহস্পতি ও শুক্রবার আমেরিকা এবং ব্রিটেনের সেনারা ইয়েমেনের কয়েকটি সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। এ হামলার প্রতি সমর্থন দিয়েছে বাহরাইন, অস্ট্রেলিয়া, কানাডা এবং নেদারল্যান্ড।

হামলার পর আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী পাল্টা প্রতিশোধের হুমকি দিয়েছে।#

342/