‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১৬ জানুয়ারী ২০২৪

৬:১২:১৬ PM
1429916

মার্কিন কার্গো জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে ইয়েমেন

মার্কিন কার্গো জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে ইয়েমেন ইয়েমেনের হুথি আনসারুলাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে আমেরিকার একটি কার্গো জাহাজে এন্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। লোহিত সাগরের ইয়েমেন উপকূলের কাছে এই হামলার ঘটনা ঘটে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে অব্যাহত গণহত্যা চালিয়ে আসছে তার প্রতি আমেরিকা অকুন্ঠ সমর্থন দিচ্ছে। এর প্রতিবাদে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী মার্কিন জাহাজে হামলা চালালো। গাজা-ইসরাইল যুদ্ধ নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে লোহিত সাগর এলাকা ভীষণভাবে উত্তপ্ত হয়ে উঠেছে।

মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম গতকাল (সোমবার) এক বিবৃতিতে জানিয়েছে যে, লোহিত সাগরে ‘জিব্রাল্টার ঈগল’ নামে আমেরিকার মালিকানাধীন একটি বাল্ক কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হয়েছে।

আমেরিকাভিত্তিক জাহাজ পরিচালনাকারী কোম্পানি ‘ঈগল বাল্ক শিপিং’ হামলার কথা নিশ্চিত করেছে। তারা বলেছে, এডেন উপসাগরের উপকূল থেকে ১০০ মাইল দূরবর্তী অবস্থানে থাকা অবস্থায় অজ্ঞাত একটি প্রজেক্টটাইল জাহাজে আঘাত হানে। এতে জাহাজে সীমিত পর্যায়ে ক্ষয়ক্ষতি হয়েছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইয়েমেনের সামরিক বাহিনী এক বিবৃতিতে হামলার কথা নিশ্চিত করেছে। তারা বলেছে, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি সরাসরি জাহাজে আঘাত করে।#

 

342/