‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১৯ জানুয়ারী ২০২৪

৩:০৩:১২ PM
1430536

‘গাজায় ইসরাইল যা করেছে তা কোনভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না’

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ ফ্রান্সিসকা আলবানিজ বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে অপরাধযজ্ঞ চালিয়েছে তা কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না। ইসরাইল সেখানে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের বহু উদাহরণ তৈরি করেছে বলে তিনি উল্লেখ করেন।

স্পেনের রাজধানী মাদ্রিদে গতকাল (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের এই বিশেষ দূত এ অভিযোগ করেন। তিনি সরাসরি বলেন, ইসরাইল বহু সংখ্যক কাজ করেছে যা চরমভাবে অবৈধ ও বেআইনি।

ফ্রান্সিসকা আলবানিজ বলেন, গাজার যে সমস্ত মানুষ সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি,  আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসারে ইসরাইল তাদের রক্ষা করতে বাধ্য। এর পাশাপাশি যুদ্ধবন্দী, অসুস্থ এবং আহত ব্যক্তিদেরকেও রক্ষা করা আন্তর্জাতিক আইন অনুসারে ইসরাইলের দায়িত্ব। কিন্তু এর পরিবর্তে গত ১০০ দিনে ইসরাইল যা করেছে তা হচ্ছে- প্রথম দুই সপ্তাহে ইসরাইল ঘনবসতিপূর্ণ এলাকায় ১২ হাজার বোমা বর্ষণ করেছে যার মধ্যে ২০০০ পাউন্ড ওজনের বোমা রয়েছে।

এসব বোমায় গাজার বেশিরভাগ হাসপাতাল অচল হয়ে পড়েছে, এর মধ্যে কোনো কোনোটি একেবারে বন্ধ হয়ে গেছে অথবা কোনো কোনো হাসপাতালের নিয়ন্ত্রণ ইসরাইলি সেনারা নিয়েছে। ফলে গাজায় শুধু এখন ইসরাইলি বোমায় মানুষ মরছে না বরং সেখানে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকার কারণেও মানুষ মারা যাচ্ছে।#

342/