‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

২০ জানুয়ারী ২০২৪

৬:৩২:৪১ AM
1430719

­ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশ আক্রমণ মানবাধিকার ও যুদ্ধ আইনের সবচেয়ে ঘৃণ্য লঙ্ঘন: রাজা নাসের

আল্লামা রাজাহ নাসের বলেছেন, যে সকল মুসলিম শাসক ইয়েমেনের উপর হামলার বিষয়ে নিরব রয়েছেন আদের মনে রাখতে হবে যে, আমেরিকা কারও বন্ধু নয়। আমেরিকা শুধু নিজের স্বার্থের কথা ভাবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পাকিস্তানের মুসলিম ঐক্য পরিষদের চেয়ারম্যান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন রাজেহ নাসের আব্বাস জাফারী ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশ আক্রমণকে যুদ্ধ এবং মানবাধিকার আইনের সবচেয়ে ঘৃণ্য লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনি মুসলমানদের সমর্থন করার জন্য ইয়েমেন এই হামলার শিকার হয়েছে। প্রকৃতপক্ষে গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনকে সমর্থনকারী একমাত্র ইসলামি দেশ হচ্ছে ইয়েমেন।

আল্লামা রাজাহ নাসের বলেছেন, দীর্ঘ সাত বছর ধরে পূর্ণ দৃঢ়তার সাথে প্রতিরোধ করে চলা একটি দেশকে যারা দমন করতে চায় তারা মূর্খ ও অজ্ঞ।

বিশ্ব ঔপনিবেশিক শক্তিগুলো মুসলিম দেশগুলোকে নিজের ক্রীড়ানকে পরিণত করেছে -এ কথা উল্লেখ করে পাকিস্তানের মুসলিম ঐক্য পরিষদের চেয়ারম্যান বলেছে, ইয়েমেনে হামলার বিরুদ্ধে নীরব থাকা মুসলিম শাসকদের মনে রাখতে হবে যে আমেরিকা কারোও বন্ধু নয়, আমেরিকা শুধু নিজের স্বার্থের কথা ভাবে।#176S