‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২৪ জানুয়ারী ২০২৪

১১:০২:০৮ AM
1432043

‘গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবিতে ঐক্যবদ্ধ হোন’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তা বন্ধের জন্য জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে নামিবিয়া। গতকাল (মঙ্গলবার) উগান্ডার রাজধানী কাম্পালায় ন্যাম শীর্ষ সম্মেলনের অবকাশে দেয়া বক্তৃতায় এই আহ্বান জানান নামিবিয়ার উপ-প্রধানমন্ত্রী নিতুম্ব নন্দি-এনদাইতোয়া।

তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা হেগের আন্তর্জাতিক বিচার আদালতে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যে যুদ্ধাপরাধের মামলা দায়ের করেছে তার প্রতি ন্যামের শীর্ষ সম্মেলন থেকে বেশিরভাগ সদস্য দেশ সমর্থন দিয়েছে। এর পাশাপাশি নামিবিয়া, মালদ্বীপ এবং পাকিস্তান এই মামলার বিচারিক প্রক্রিয়ায় সমর্থন দেয়ার কথা ঘোষণা করেছে। নন্দী এনদাইতোয়া গত রোববার এই মামলার প্রতি তার দেশের সমর্থনের কথা ঘোষণা করেছিলেন।

তিনি বলেন, ন্যামের সদস্য দেশের সংখ্যা ১২০টি এবং এর জনসংখ্যাও বিশাল। তারা যদি তারা একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয় তবে‌ অনেক কিছু করতে পারে।

গত ৭ অক্টোবর গাজায় ইহুদিবাদী ইসরাইল বর্বর আগ্রাসন শুরু করেছে এবং এ পর্যন্ত ২৫ হাজার ৫০০  ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি। ইসরাইলের এই আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্ব সোচ্চার হলেও আমেরিকা, ব্রিটেন ও কানাডাসহ কিছু পশ্চিমা দেশ ইসরাইলকে অন্ধভাবে সমর্থন দিয়ে যাচ্ছে।#

342/