‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

২৪ জানুয়ারী ২০২৪

৩:১৩:২৩ PM
1432113

পাকিস্তান ও ইরান ভ্রাতৃপ্রতিম দু’টি ইসলামি রাষ্ট্র / দু’দেশের মধ্যে উত্তেজনা শত্রুদের অশুভ ষড়যন্ত্রকে শক্তিশালী করবে: রাজা নাসের

রাজা নাসের বলেছেন, বিশ্বশক্তিগুলো ইসলামের বিরোধিতার ফ্রন্ট লাইনে থেকে সুযোগের অপেক্ষায় রয়েছে। আমাদের ধৈর্য্য, বুদ্ধিমত্তা ও অন্তরদৃষ্টি দিয়ে শত্রুর ষড়যন্ত্রকে ধূলিস্যাৎ করতে হবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পাকিস্তানের মুসলিম ঐক্য পরিষদের চেয়ারম্যান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন রাজা নাসের আব্বাস জাফারী বলেছেন, পাকিস্তান ও ইরান দু’টি প্রতিবেশী রাষ্ট্র, দু’দেশের বন্ধুত্ব এবং ভ্রাতৃত্বের অতীত ইতিহাস রয়েছে। তিনি আরও বলেন, ভ্রাতৃপ্রতিম এই দুই দেশের মধ্যে যেকোনো ধরনের উত্তেজনা অভিন্ন শত্রু ও সুবিধাবাদীদের অশুভ আধিপত্য বিস্তারের ষড়যন্ত্রকে শক্তিশালী করবে।

রাজা নাসের বলেন, বিশ্বশক্তিগুলো ইসলাম বিরোধিতার ফ্রন্ট লাইনে থেকে সুযোগের অপেক্ষায় রয়েছে। আমাদের ধৈর্য্য, বুদ্ধিমত্তা ও অন্তরদৃষ্টি দিয়ে শত্রুর ষড়যন্ত্রকে ধূলিস্যাৎ করতে হবে।

রাজনৈতিক ও কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে সকল বিরোধের সর্বোত্তম সমাধান খুঁজে বের করা উচিত উল্লেখ করে পাকিস্তান মুসলিম ঐক্য পরিষদের চেয়ারম্যান বলেছেন, সন্ত্রাসবাদ ভ্রাতৃপ্রতিম উভয় দেশের একটি অভিন্ন সমস্যা; এর মুকাবিলায় অসংখ্য ত্যাগ স্বীকার করা হয়েছে। তিনি আরো বলেন, এ ধরনের ঘটনা দুই ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী ইসলামি দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও কৌশলগত সম্পর্ককে ব্যাহত করবে না।

আল্লামা রাজা নাসের বলেন, বর্তমানে গাজা একটি মারাত্মক মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। মুসলিম উম্মাহর শান ও ঈমান এটাই দাবি করে যে, তারা তাদের সমস্ত মনোযোগ গাজার মুসলমানদের দিকে নিবদ্ধ করবে, এখন বিভ্রান্তির সময় নয়, বরং এখন শত্রুর কৌশল উপলব্ধি এবং নস্যাৎ করার সময়।#176S