‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২৫ জানুয়ারী ২০২৪

১:০২:০৯ PM
1432304

শত্রুকে বিপর্যয়কর জবাব দিতে প্রস্তুত ইরানের সেনাবাহিনী: জেনারেল হায়দারি

ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শত্রুর যেকোনো হুমকির ‘বিপর্যয়কর জবাব’ দিতে তার বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তিনি আজ ইরানের খুজিস্তান প্রদেশে একদল জুনিয়র কমান্ডারের সঙ্গে বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। জেনারেল হায়দারি বলেন, “ইরানের সেনাবাহিনী বর্তমানে সর্বোচ্চ প্রস্তুতি ও সক্ষমতা ধারন করে রয়েছে। কাজেই দ্বিধাহীন চিত্তে শত্রুর যেকোনো হুমকির বিপর্যয়কর জবাব দেয়া হবে।”

তিনি বলেন, সারাদেশে বিশেষ করে সীমান্ত এলাকাগুলোতে ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং শত্রু বিন্দুমাত্র ভুল করামাত্র তাকে কঠোর জবাব দেয়া হবে। ইরানের সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিটগুলিও পূর্ণ মাত্রায় প্রস্তুত অবস্থায় রয়েছে বলে জানান এই সিনিয়র সেনা কমান্ডার।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান ভয়াবহ অপরাধযজ্ঞ এবং এর ফলে গোটা মধ্যপ্রাচ্য যখন উত্তেজনাকর অবস্থায় রয়েছে তখন এ হুমকি দিলেন ইরানের স্থলবাহিনীর কমান্ডার।

ইরানের সেনাবাহিনী সাম্প্রতিক বছরগুলোতে অত্যাধুনিক নানা সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামে সজ্জিত হয়েছে। এর ফলে সামরিক সক্ষমতার দিক দিয়ে এদেশের সেনাবাহিনী নজিরবিহীন উচ্চতায় অবস্থান করছে। ইরানের রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা বলে এসেছেন, আন্তর্জাতিক আইন মেনে প্রচলিত যেকোনো অস্ত্র উৎপাদন করতে তেহরান দ্বিধা করবে না।#

342/