‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

২৫ জানুয়ারী ২০২৪

৭:৫৯:৩৪ PM
1432414

পাকিস্তান উম্মতে ওয়াহদা’র প্রধান:

পাকিস্তান ও ইরানের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক গভীর

পাকিস্তান gx ইরান প্রতিবেশী দেশ হওয়ায় এদের সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের গভীরতার কথা উল্লেখ করে পাকিস্তানের নন্দিত এই আলেম বলেন, বন্ধু পরিবর্তন করা যায়, কিন্তু প্রতিবেশী পরিবর্তন করা যায় না।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পাকিস্তান উম্মতে ওয়াহদা’র প্রধান আল্লামা মোহাম্মাদ আমিন শাহিদী বলেন, ইরান ও পাকিস্তান উভয়েই একে অপরের ভূখণ্ডে সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালানোর মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠা করেছে।

এই উভয় প্রক্রিয়াকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সম্পাদন সম্ভব বলে মন্তব্য করে তিনি বলেন, পাকিস্তান এবং ইরান প্রতিবেশী দেশ হওয়ায় এদের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্ক বিদ্যমান।

পাকিস্তান উম্মতে ওয়াহদা’র প্রধান বলেন, বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসবাদের ফলে উভয় দেশের জনগণ ও সরকার ক্ষতিগ্রস্ত হয় এবং সন্ত্রাসীরা এই পরিস্থিতির সুযোগ নেয়।

আল্লামা মোহাম্মাদ আমিন শাহিদী বলেন, বন্ধু পরিবর্তন করা যায়, কিন্তু প্রতিবেশী পরিবর্তন করা যায় না। প্রতিবেশীদের বিশেষ অধিকার রয়েছে এবং সম্পর্কের খাতিরে অনেক বিষয় উপেক্ষা করতে হয়।#176A