‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

২৫ জানুয়ারী ২০২৪

৮:০৭:১৯ PM
1432417

হামাসকে হারাতে অক্ষম ইসরায়েল ; ওয়াশিংটনের স্বীকারোক্তি

সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট গোপন সূত্রে ফাঁস করেছে, ওয়াশিংটন এবং একাধিক ইসরায়েলি সামরিক কমান্ডারের মতে, ইসরাইলের ক্ষমতাসীন সরকার হামাসকে পরাজিত করার গন্তব্য থেকে অনেক দূরে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): জায়নবাদী সরকারের গণমাধ্যম গোপন সূত্রের ভিত্তিতে প্রকাশ করেছে, হোয়াইট হাউসের কর্মকর্তারা এবং জায়নবাদী সরকারের সিনিয়র সামরিক কমান্ডাররা স্বীকার করেছেন, ইসরায়েল হামাসকে হারানোর স্বপ্ন বাস্তবায়ন থেকে অনেক দূরে।

এই প্রসঙ্গে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ওয়াশিংটন এবং একাধিক ইসরায়েলি সামরিক কমান্ডারের দৃষ্টিতে, ইসরাইলের ক্ষমতাসীন সরকার হামাসকে পরাজিত করার গন্তব্য থেকে অনেক দূরে।

একটি খবরে বলা হয়, গাজা উপত্যকায় বেসামরিক জনগণের উপর জায়নবাদী সরকারের অপরাধযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোর চাপে, মার্কিন পার্লামেন্টের ৬০জন ডেমোক্রেট সদস্য, দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি দিয়ে জায়নবাদী সরকারের কর্মকর্তাদের কট্টর অবস্থানের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেন এবং ইসরায়েল কর্তৃক গাজা উপত্যকার বাসিন্দাদের জোরপূর্বক অভিবাসনের বিরুদ্ধে হোয়াইট হাউসের বিরোধিতা করার দাবি জানায়।

উল্লেখ্য যে, জায়নবাদী সরকার পরিকল্পিতভাবে কোন ভূখণ্ডকে পরিত্যাক্ত সাব্যস্ত করা এবং অবকাঠামো ও আবাসিক ভবন ধ্বংস করার নীতি প্রয়োগের মাধ্যমে, গাজাকে বসবাসের অযোগ্য করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে।#176A