‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২৬ জানুয়ারী ২০২৪

৩:২৬:৩৩ PM
1432527

সেনা প্রত্যাহারের সময়সীমা নিয়ে আলোচনা করতে সম্মত ইরাক ও আমেরিকা

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণের বিষয়ে আলোচনা এবং একটি কমিটি গঠন করতে সম্মত হয়েছে দুই দেশ। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।

ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের ওপর যখন প্রতিরোধকারী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির যোদ্ধারা হামলা জোরদার করেছে তখন এই খবর এলো। ইরাকি যোদ্ধাদের হামলার কারণে কারণে মার্কিন সরকার নতুন করে চাপে পড়েছে।

কয়েকদিন আগেই ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আস-সুদানি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনোমি ফোরামের বৈঠকে বলেছিলেন, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে গেছে এবং এখন অবশ্যই আমেরিকাকে সেনাপ্রত্যাোর করে নিতে হবে। এজন্য প্রয়োজনীয় আলোচনা শুরু করা জরুরি।

ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে দুই দেশের সেনা কর্মকর্তাদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এজন্য দুই দেশ ওয়ার্কিং গ্রুপ গঠনের ব্যাপারে একমত হয়েছে। এই ওয়ার্কিং গ্রুপ সেনা প্রত্যাহারের বিষয়ে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট সময়সীমা ঠিক করবে এবং ধীরে ধীরে ইরাকের মাটি থেকে বিদেশী সেনা কমিয়ে ফেলা হবে। 

ইরাকি মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, উগ্র তাকফিরি গোষ্ঠী আইএস’র ঝুঁকি এবং ইরাকি সামরিক বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা রক্ষার সক্ষমতা মূল্যায়ন করে এই সময়সীমা নির্ধারণ করা হবে।

এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সম্ভাব্য এই বৈঠকের কথা জানিয়ে বলেছেন, গত আগস্ট মাসে ইরাক ও আমেরিকার কর্মকর্তাদের মধ্যে যে নিরাপত্তা সহযোগিতা ডায়লগ অনুষ্ঠিত হয়েছিল তার ফলাফলের ওপর ভিত্তি করে সেনাপ্রত্যাহারের বিষয়টি ঠিক করা হবে।#

342/