‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২৬ জানুয়ারী ২০২৪

৩:২৮:১৩ PM
1432531

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নাইজারের দৃঢ় অবস্থানে প্রশংসা করলেন রায়িসি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন, আফ্রিকার দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নকে ইরানের পররাষ্ট্রনীতিতে সবচেয়ে অগ্রাধিকার দেয়া হয়েছে।

প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বৃহস্পতিবার তেহরানে নাইজারের প্রধানমন্ত্রী আলী লামিন জেইনকে দেয়া এক সাক্ষাতে বলেছেন, ইরান ও আফ্রিকান দেশগুলোর মধ্যে সম্পর্কের উন্নয়নে কোনো বাধা নেই। তিনি বিভিন্ন ক্ষেত্রে বিরাজমান সুযোগ সুবিধা ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য তেহরানের প্রস্তুতির  কথা জানান। বিশেষ করে জ্বালানি, শিল্প, খনিজ ও প্রযুক্তিগত অভিজ্ঞতা ও পরিষেবা বিনিময়ের ওপর জোর দেন। ইরানের প্রেসিডেন্ট আরো বলেছেন, নাইজার এবং অন্যান্য আফ্রিকান দেশগুলোর সাথে ইরানের সম্পর্ক রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কেরও ঊর্ধ্বে এবং এই সম্পর্ক পারস্পরিক স্বার্থের ওপর ভিত্তি করে। তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নাইজারের দৃঢ় অবস্থানে প্রশংসা করে বলেন, এতে করে নাইজারের মুসলিম জাতি তাদের সম্পদের উপর নির্ভর করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারবে।

নাইজার উত্তর-পশ্চিম আফ্রিকার একটি দেশ এবং এর রাজধানী নিয়ামি। দুই কোটি ৪০ লাখ লোকের এই দেশটির দক্ষিণে নাইজেরিয়া ও বেনিন, পশ্চিমে বুরকিনা ফাসো ও মালি, উত্তরে আলজেরিয়া ও লিবিয়া এবং পূর্বে রয়েছে চাদ। নাইজারের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা। এদেশের বেশিরভাগ মুসলমান সুন্নি এবং তারা মালিকি মাজহাবের অনুসারী। এই দেশের প্রথম শিয়া মুসলিমরা ছিল লেবানন থেকে আসা অভিবাসী। প্রতিবেশী মুসলিম ও আফ্রিকান দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করা বর্তমানে ইরানের পররাষ্ট্রনীতির অন্যতম মূল নীতি যা ইরানের সংবিধানেও উল্লেখ রয়েছে। প্রকৃতপক্ষে, ইরান পাশ্চাত্যের উন্নত দেশগুলোর একপেশে দৃষ্টিভঙ্গি ও সম্পর্ক গড়ার বিষয়টি এড়িয়ে গিয়ে এশিয়া, আফ্রিকাও স্বল্পোন্নত দেশগুলোর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করাকে অগ্রাধিকার দিচ্ছে। কেননা তেহরান মনে করে, নাইজারের মতো আফ্রিকার অন্যান্য দেশের সাথে ইরানের  বাণিজ্যের বিরাট সুযোগ রয়েছে এবং এটাকে কাজে লাগানো উচিত।

ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের পর আফ্রিকান দেশগুলোর সাথে ইরানের সম্পর্কের ৪৫ বছরের ইতিহাসে দেখা গেছে যে, পশ্চিমারা যেখানে মানবাধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তা দেয়ার কথা বলে আফ্রিকার সম্পদ লুটপাট করে চলেছে তার বিপরীতে গিয়ে ইরান পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আফ্রিকার দেশগুলোর সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে।

এ কারণে নাইজারের প্রধানমন্ত্রী আলী লামিন জেইন তেহরানে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে ইরানের ভূমিকা ও অবস্থানের ওপর গুরুত্বারোপ করে অভিন্ন ধর্ম, স্বাধীনচেতা ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে দুই দেশের অভিন্ন নীতির  কথা তুলে ধরে বলেন,  এই অভিন্নতার কারণে নাইজার ইরানকে বিশ্বে একটি নিশ্চিত, নির্ভরযোগ্য বন্ধু এবং অংশীদার হিসেবে বিবেচনা করে। নাইজারের প্রধানমন্ত্রীর ইরান সফরের সময়, দুই দেশের কর্মকর্তারা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নয়নের লক্ষ্যে অর্থনীতি, বাণিজ্য, স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারকে সই করেন।