‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৭ জানুয়ারী ২০২৪

৫:১৬:১৫ PM
1432866

ইসরাইলি সামরিক নজরদারি ব্যবস্থা ধ্বংস করল হিজবুল্লাহ

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের নতুন একটি নজরদারি ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। গতকাল (শুক্রবার) রাত ৯টার দিকে হিজবুল্লাহ যোদ্ধারা নতুন বসানো এই নজরদারি ব্যবস্থার ওপর গোলাবর্ষণ করে তা ধ্বংস করে।

লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মায়াদিন এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলের সেনারা কিছুদিন আগে দক্ষিণ লেবানন সীমান্তের কাছাকাছি জারিত শহরের একটি আউটপোস্টে এই নজরদারি ব্যবস্থা বসিয়েছিল।

নজরদারি ব্যবস্থা ধ্বংসের কিছুক্ষণ পরই হিজবুল্লাহ এক বিবৃতিতে ঘোষণা করে যে, তারা ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ফালাক-১ নামের ক্ষেপণাস্ত্র দিয়ে অধিকৃত গোলান উপত্যকার একটি সেনা ব্যারাকে হামলা চালিয়েছে। গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর এই প্রথম হিজবুল্লাহ ফালাক-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। 

গতকাল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা অবশ্য ইহুদিবাদী ইসরাইলের একটি সেনা সমাবেশের ওপরেও হামলা চালায়। উত্তর ইসরাইলের হিউনিন ক্যাসেলের কাছে ওই হামলা হয়। এছাড়া হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের আরো বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে রকেট ও ট্যাংক বিধ্বংসী গোলাবর্ষণ করে#

342/