‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৭ জানুয়ারী ২০২৪

৫:১৭:০৮ PM
1432868

বৈজ্ঞানিক উন্নয়নমূলক সকল তৎপরতা ইরানের বৈধ অধিকার: নাসের কানয়ানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: মহাকাশ গবেষণাসহ বৈজ্ঞানিক উন্নয়নমূলক সকল তৎপরতা ইরানের বৈধ অধিকার।

তিন ইউরোপীয় দেশ ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানি গত সপ্তায় সুরাইয়া স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণের ঘটনায় ইরানের বিরুদ্ধে একটি হস্তক্ষেপকামী বিবৃতি দিয়েছে। ওই বিবৃতির প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি আজ এ মন্তব্য করলেন। বার্তা সংস্থা মেহর আপরও জানিয়েছে, তিনি বলেছেন: এ ধরনের হস্তক্ষেপমূলক বক্তব্য ইরানের অগ্রগতিতে সেইসব দেশের আত্মকেন্দ্রিক মনোভাবের প্রকাশ। তাদের মনোভাব বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ইরানের ক্রম অগ্রগতিতে কোনো বাধা সৃষ্টি করবে না। কানয়ানি বলেন: আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী মহাকাশ গবেষণায় ইরানের বৈজ্ঞানিক তৎপরতায় কোনো বাধা নেই। কাজেই কোনো কোনো দেশ যতোই তাদের মতামত একতরফাভাবে অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন তাতে কিছুই যায় আসে না।

সম্প্রতি দেশীয় প্রযুক্তিতে তৈরি কায়েম-১০০ স্যাটেলাইট ক্যারিয়ারের মাধ্যমে সুরাইয়া স্যাটেলাইটকে মহাকাশে স্থাপন করেছে ইরান। ভূপৃষ্ঠ থেকে ৭৫০ কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে ওই স্যাটেলাইট পাঠানোর মাধ্যমে মহাকাশ গবেষণায় ইরান নতুন রেকর্ড স্থাপন করলো। এই ব্যবস্থায় দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের প্রয়োজনীয় সকল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।#

342/