‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৮ জানুয়ারী ২০২৪

৪:৫৯:৩০ PM
1433185

ইয়েমেনি হামলার শিকার ব্রিটিশ জাহাজটি গ্রিসে নয় ইসরাইলে যাচ্ছিল

শুক্রবার রাতে এডেন উপসাগরে ইয়েমেনি হামলার শিকার ব্রিটিশ তেল ট্যাংকারটি ইসরাইলের জন্য বিমানের জ্বালানি বহন করছিল বলে লেবাননের একটি গণমাধ্যম খবর দিয়েছে। একাধিক ওয়াকিবহাল সূত্রের বরাত দিয়ে বৈরুত-ভিত্তিক আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইয়েমেনের নৌবাহিনী যে ব্রিটিশ জাহাজে হামলা চালিয়েছে সেটি গ্রিসে নয় বরং ইসরাইলে যাচ্ছিল।

সূত্রগুলো বলেছে, দুটি মার্কিন ও ব্রিটিশ যুদ্ধজাহাজ ওই তেল ট্যাংকারটিকে নিরাপত্তা দিচ্ছিল। কিন্তু ইয়েমেনের সেনাবাহিনী ট্যাংকারটি কাছে এসে হামলা শুরু করলে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলো ট্যাংকারটিকে ফেলে পালিয়ে যায়।

কোনো কোনো সূত্র দাবি করেছিল যে, ব্রিটিশ তেল ট্যাংকারটি গ্রিসের জন্য জ্বালানি বহন করছিল।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিদ সারি শুক্রবার রাতে এক বিবৃতিতে জানিয়েছিলেন, তারা এডেন উপসাগরে উপযুক্ত নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ব্রিটিশ তেল ট্যাংকার মার্টিন লুয়ান্ডায় হামলা চালিয়েছেন। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র সরাসরি ট্যাংকারটিতে আঘাত হানে এবং এটিতে আগুন ধরে যায়।

সারি সতর্ক করে দিয়ে বলেন, গাজায় ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা অভিযান বন্ধ এবং ওই উপত্যকায় মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ অবারিত না করা পর্যন্ত তাদের এ হামলা চলতে থাকবে।

ইয়েমেনের হুথি যোদ্ধাদের সমর্থিত সরকার গত নভেম্বর মাস থেকে গাজা উপত্যকায় ইসরাইলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ইঙ্গো-মার্কিন বাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে অন্তর্ভুক্ত করেছে।#

342/