‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

৩০ জানুয়ারী ২০২৪

৭:১৪:১৮ PM
1433772

১১৫ তম দিনেও গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞ অব্যাহত

গণহত্যা বন্ধ করতে আন্তর্জাতিক আদালতের রায় সত্ত্বেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যাসহ নানা অপরাধ অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরাইল।

 গাজায় বেসামরিক জনগণের ওপর নির্বিচার হত্যাযজ্ঞ ও এমনকি হাসপাতালগুলোর আশপাশেও হামলাও অব্যাহত রেখেছে ইসরাইল।

আজ সোমবার গাজায় ইসরাইলি আগ্রাসনের ১১৫ তম দিনে অন্তত ৩৮ জন শহীদ ও ২৩ জন আহত হয়েছে।  আশশাতি শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় শহীদ হন ১০ ফিলিস্তিনি এবং আর রিমাল এলাকায়ও ইসরাইলি বিমান হামলায় শহীদ হন আরও ১৩ জন। গতরাতে গাজার আবাসিক এলাকায় ইসরাইলি বিমান হামলায় শহীদ হন ১৫ ফিলিস্তিনি। হতাহতদের অনেককেই আনা হয় আশ শিফা হাসপাতালে।

ইসরাইলি সেনারা গাজার খান ইউনুসে আল আমাল ও আন নাসির হাসপাতাল এখনও ঘিরে রেখেছে।  

গাজা উপত্যকায় গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি আগ্রাসনে অন্তত ২৬,৪২২ জন ফিলিস্তিনি শহীদ  হয়েছেন যাদের বেশিরভাগ নারী ও শিশু। অন্যদিকে গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় নিহত হয়েছে কমপক্ষে ২২০ ইসরাইলি সেনা। ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানের দিন নিহত প্রায় ৪০০ সেনাসহ এ পর্যন্ত মোট নিহত হয়েছে ৬০০ জনেরও বেশি ইসরাইলি সেনা। #

342/