‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

১ ফেব্রুয়ারী ২০২৪

১১:৩৩:০০ AM
1434297

বাংলায় একা লড়াইয়ের ঘোষণা মমতার, তীব্র প্রতিক্রিয়া কংগ্রেস ও সিপিএমের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ হিন্দুত্ববাদী বিজেপির পাশাপাশি কংগ্রেস ও সিপিএমের তীব্র সমালোচনা করেছেন। একইসঙ্গে তিনি আসন্ন সাধারণ নির্বাচনে বাংলায় একা লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।

মমতা আজ (বুধবার) মালদহে সরকারি পরিসেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে বিজেপিকে একমাত্র তৃণমূল কংগ্রেস পরাজিত করতে পারে বলে মন্তব্য করেন। তার দাবি- আর কেউ তা করতে পারে না।

মমতা বলেন, ‘অনেক দল আছে, নির্বাচন আসলেই কোকিলের মতো কুহু কুহু ডাক দিতে শুরু করে। দেওয়ার বেলায় নেই, আর তৃণমূলের বিরুদ্ধে অপ্রচার করার জন্য আছে। আমি তাদের ধিক্কার জানাই। বিজেপির সাথে আমাদের যে লড়াই, তা চলবে। আমরা একাই লড়ব। বিজেপিকে কেউ যদি ভারতে পরাস্ত করতে পারে সেটা তৃণমূল কংগ্রেস করতে পারে। আর কেউ তা করতে পারে না’ বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগিতে তীব্র মতবিরোধ সৃষ্টি হয়েছে তৃণমূলের।

বিজেপি বিরোধী যে ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ (I.N.D.I.A) তৈরি হয়েছে, তার মধ্যে কংগ্রেসের পাশাপাশি তৃণমূল কংগ্রেস, সিপিএম ও অন্যরা রয়েছে। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল সভানেত্রী মমতা যেভাবে ‘আমরা একাই লড়ব’ বলে ঘোষণা দিয়েছেন, সেক্ষেত্রে পশ্চিমবাংলায় ‘ইন্ডিয়া’ জোটের অনৈক্য বা ফাটল জোরালো হল বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, পশ্চিমবঙ্গে ৪২ টা লোকসভা আসনের সবকটিতেই যদি তৃণমূল ‘একাই’ লড়ে তাহলে ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেস ও সিপিএমের সঙ্গে বোঝাপড়ায় বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল।        

মুখ্যমন্ত্রী মমতার বক্তব্যের সমালোচনা করে সিপিএমের সিনিয়র নেতা শমীক লাহিড়ী বলেছেন, ‘উনি যে আরএসএসের চাপে ‘ইন্ডিয়া’ প্লাটফর্ম থেকে সরে যাবেন সে তো আমরা প্রথম দিন থেকেই বলে আসছি। উনি এসেছেন আরএসএসের নির্দেশে, এই বিরোধী প্লাটফর্ম ভাঙতে। সেই কাজ যদি উনি করতে পারেন তবে থাকবেন। আর না করতে পারলে উনি বেরিয়ে যাবেন। এতো আমরা প্রথম দিন থেকে জানি এবং ওই বিষয়ে খলামেলা বলে এসেছি।

কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, ‘আরএসএসের জমজ সন্তান ‘মোদী এবং দিদি’ (মমতা) দু’জনেই  কংগ্রেস মুক্ত ভারতের স্বপ্ন দেখেন। আর বাংলায় কংগ্রেস মুক্ত বাংলার স্বপ্ন দেখেন। বাংলার মানুষ ওনার দ্বিচারিতার বিষয়টি বুঝে গেছেন। 

কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের মতে, আরএসএসের ‘দুর্গা’ কংগ্রেস নয়, আরএসএসের দুর্গা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির হয়ে তৃণমূল কংগ্রেস সরাসরি ব্যাটিং করছে, এটা আমরা প্রথম দিন থেকেই জানি। এ নিয়ে আমাদের কোনো সন্দেহ ছিল না, এখনও নেই, আগামীদিনেও থাকবে না বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়।#