‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৩ ফেব্রুয়ারী ২০২৪

৭:০৪:৩৯ PM
1434841

১১ স্যাটেলাইট পাঠিয়ে মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেওয়া হয়েছে: ইরানের প্রেসিডেন্ট

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, ইরান মহাকাশে ১১টি কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে মার্কিন তথা পশ্চিমা নিষেধাজ্ঞাকে ব্যর্থ করে দিয়েছে। তিনি আজ (শনিবার) সকালে মহাকাশ প্রযুক্তি দিবসের এক অনুষ্ঠানে এ কথা বলেন।

রায়িসি আরও বলেন, শত্রুরা নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, ইরানকে কোণঠাসা করার চেষ্টা করছে। কিন্তু ১১টি স্যাটেলাইট প্রেরণের মাধ্যমে শত্রুদের নিষেধাজ্ঞা ও কোণঠাসা করার ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হয়েছে। ইরান যে হুমকিকে সুযোগে পরিণত করতে পারদর্শী তা এর মধ্যদিয়ে ফুটে উঠেছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, স্যাটেলাইট পাঠানোর এই মূল্যবান কাজটি সম্পন্ন হয়েছে দেশের তরুণ প্রজন্ম, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয় ও সশস্ত্র বাহিনীর সহযোগিতায়। তারা দেশের জন্য সম্মান বয়ে এনেছে।

মহাকাশ ক্ষেত্রে ইরান বিশ্বের শীর্ষ ১০ দেশের  একটি বলে মন্তব্য করে সাইয়্যেদ ইবরাহিম রায়িসি।

চলতি সপ্তাহেও ইসলামি প্রজাতন্ত্র ইরান সফলতার সাথে তিনটি নতুন স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে। এ নিয়ে মহাকাশে ১১টি স্যাটেলাইট পাঠিয়েছে ইরান। ইরানের নিজস্ব স্যাটেলাইট ক্যারিয়ার ও উৎক্ষেপণ ব্যবস্থা রয়েছে।#

342/