‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৩ ফেব্রুয়ারী ২০২৪

৭:০৫:২৯ PM
1434843

ইউরোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিটিশ অর্থনীতি

লোহিত সাগরে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ার কারণে ইউরোপের মধ্যে ব্রিটিশ অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। চলতি সপ্তাহে প্রকাশিত এস অ্যান্ড পি গ্লোবাল পিএমআই পরিচালিত জরিপে এই তথ্য উঠে এসেছে।

জরিপ ফলাফলে বলা হয়েছে, ব্রিটিশ উৎপাদকদের শতকরা ১২ ভাগ সময়মতো পণ্য সরবরাহ করতে পারেনি। লোহিত সাগরে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর হামলার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে আরো বলা হয়েছে, হুথিদের হামলার কারণে লোহিত সাগরের রুট এড়িয়ে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে জাহাজ পরিচালনা করতে হয়েছে এবং এতে ব্রিটিশ অর্থনীতি ক্ষতির মুখে পড়েছে।

ব্রিটেনের পাশাপাশি গ্রিসের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে শতকরা নয় ভাগ এবং ফ্রান্স ও জার্মান অর্থনীতির ক্ষতির মাত্রা শতকরা আট ভাগ।

এস অ্যান্ড পি’র বিশ্লেষকরা বলছেন, লোহিত সাগরের সংকট ব্রিটিশ অর্থনীতির ওপর বিশেষভাবে প্রভাব ফেলেছে। লোহিত সাগরের সংকটের কারণে পণ্যবাহী জাহাজ আফ্রিকা মহাদেশ ঘুরে ব্রিটেনে পৌঁছাতে গিয়ে জ্বালানি এবং পরিবহন খরচ বেড়ে যাচ্ছে। পি এম আই বলছে, জানুয়ারি মাসে ব্রিটিশ উৎপাদন খরচ শতকরা ৪৭-এ উঠেছে। তবে এই খরচ পঞ্চাশে পৌঁছাবে বলে আগে যে আশঙ্কা করা হচ্ছিল তা থেকে রক্ষা পেয়েছে।#

342/