‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৪ ফেব্রুয়ারী ২০২৪

৫:২০:০৩ PM
1435127

জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিয়েছে আমেরিকা: হামাস

ইরাক ও সিরিয়ায় শুক্রবার রাতের মার্কিন আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, এই হামলার মাধ্যমে ওয়াশিংটন ‘জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিয়েছে।’

মধ্যপ্রাচ্যে মোতায়েন সন্ত্রাসী মার্কিন বাহিনী- সেন্টকম গতকাল (শনিবার) এক বিবৃতিতে জানায়, তারা শুক্রবার রাতে ইরাক ও সিরিয়ার অন্তত ৮৫টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। জর্দানের একটি মার্কিন সেনা ঘাঁটিতে ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার প্রতিশোধ নিতে এ আগ্রাসন চালানো হয়।

সিরিয়ায় মার্কিন হামলায় ১০ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে। অপরদিকে ইরাকে হাশদ-আশ-শাবির অবস্থানে মার্কিন হামলায় ৩ জন শহীদ এবং ১১ জন আহত হয়েছে বলে আল-জাজিরা খবর দিয়েছে।

হামাস শনিবার এক বিবৃতিতে বলেছে, ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনী যে আগ্রাসন চালিয়েছে তার যে প্রতিক্রিয়া হবে সেজন্য ওয়াশিংটনকে দায়ী থাকতে হবে।  হামাসের বিবৃতিতে আরো বলা হয়েছে, “যারা জ্বলন্ত আগুনে ঘি ঢালছে তাদের জানা উচিত যতদিন পর্যন্ত গাজা উপত্যকায় ইহুদিবাদী আগ্রাসন, গণহত্যামূলক অপরাধযজ্ঞ ও জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ না হবে ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে শান্তি বা স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে না।”

এর আগে ইরাক ও সিরিয়া সরকার ওই দুই দেশে মার্কিন বিমান হামলার নিন্দা জানিয়ে এসব হামলাকে দেশ দু’টি সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছে। হামলার নিন্দা জানিয়ে বাগদাদে নিযুক্ত মার্কিন চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বলা হয়েছে, এ ধরনের হামলার পুনরাবৃত্তি হলে তার পরিণতির দায় ওয়াশিংটনকে নিতে হবে। অন্যদিকে সিরিয়া সরকার বলেছে, উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসকে সুবিধা করে দিতে সিরিয়ায় হামলা চালিয়েছে আমেরিকা।#

342/