‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৪ ফেব্রুয়ারী ২০২৪

৫:২৪:৩৭ PM
1435130

ফিলিস্তিনিদের জন্য মানবিক ত্রাণের তৃতীয় চালান পাঠালো ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরান অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধপীড়িত জনগণের জন্য মানবিক ত্রাণের তৃতীয় চালান পাঠিয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেইন কলিভান্দ আজ (রোববার) একথা জানিয়েছেন।

তিনি বলেন, গাজায় ভয়াবহ মানবিক সংকটের মধ্যে ইরান চুপ করে বসে থাকতে পারে না। এ কারণে প্রচুর পরিমাণ ত্রাণ সামগ্রী নিয়ে ইরানের একটি জাহাজ গাজা উপত্যকার উদ্দেশ্যে পারস্য উপসাগর ছেড়ে গেছে। এরইমধ্যে জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে জানিয়েছেন পীর হোসেইন কলিভান্দ।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে খাদ্য, চিকিৎসা, সামগ্রী এবং ওষুধপত্র, তাঁবু, কম্বল এবং অন্যান্য জরুরি পণ্য। গাজার রেড ক্রিসেন্ট সোসাইটির পাঠানো তালিকা অনুযায়ী ইরান এসব পণ্য পাঠিয়েছে বলে জানান কলিভান্দ।

তিনি জানান, ইসলামি প্রজাতন্ত্র ইরান এ পর্যন্ত গাজার অধিবাসীদের জন্য ১০ হাজার টন মানবিক ত্রাণ সহায়তা পাঠিয়েছে যা ইরানের জন্য নজিরবিহীন। তিনি জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজার জন্য আরো ত্রাণসামগ্রী পাঠানোর চেষ্টা করছে।

কলিভান্দ বলেন, গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরান  দুটি জাহাজ এবং একটি কার্গো বিমানে করে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে।#


342/